শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

মক্কা মুকাররমা নিয়ে এই প্রথম ডকুমেন্টারি ফিল্ম (ট্রেইলার)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ: আগামী অক্টোবর মাসে ‘ওয়ান ডে ইন দ্যা হারাম’ নামে  ৯০ মিনিটের একটি ডকুমেন্টারি ফিল্ম রিলিজ হতে যাচ্ছে। ব্রিটিশ লেখক, প্রযোজক ও নির্মাতা আবরার হুসাইন এ ফিল্ম তৈরি  করেন।

ফিল্মটিকে মক্কা ও মসজিদে হারামকে ঘিরে ইতিহাসের সবচেয়ে  বড় বাজেটের মিডিয়া প্রোজেক্ট বলে ধরা হচ্ছে।

গত সপ্তাহে ফিল্মটির অফিসিয়াল টেইলর রিলিজ হওয়ার পরে তা ভাইরাল হয়ে যায়। হারামে কর্মরতদের দৃষ্টিকোণ থেকে মক্কা ও মসজিদে হারামের অবস্থান নিয়ে এই ফিল্ম তৈরি হয়েছে।

নির্মাতা আবরার হুসাইন বলেন, ফিল্মটি মূলত অমুসলিমদের জন্য  ডিজাইন করা হয়েছে। যাতে করে তারা মক্কার গুরুত্ব সম্পর্কে জানতে পারে। মক্কা কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারে।আমরােএই ফিল্মটা করেছি এজন্য যে,  মক্কা ইসলামের একটি অবিচ্ছেদ্ধ অংশ । অমুসলিমরাও যেন এ কথা বলে, কত সুন্দর ও শান্তিপূর্ণ ধর্ম ইসলাম।

তিনি আরো বলেন, আমরা পশ্চিমা বিশ্বের সকল মানুষের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই। ফিল্ম ফেস্টিভালের পরে আমরা নেটফ্লিক্স সহ অন্যান্য টিভি চ্যানেলে এটি প্রচার করার কথা ভাবছি।

মক্কা ও মসজিদে হারাম গোটা মুসলিম বিশ্বের কাছে পবিত্র একটি স্থান। বিশ্বের সকল  প্রান্ত থেকে মুসলমানরা পবিত্র কাবায় আগমন করেন হজ ও ওমরা করার জন্য। তাদের দৃৃষ্টিকোণ থেকে অনেক ভিডিও থাকলেও এই প্রথম কাবায় কর্মরত কর্মচারীদের দৈনন্দিন জীবনযাত্রা নিয়ে কোন ফিল্ম তৈরি করা হল।

আবরার হুসাইন আরো বলেন, এত মানুষের ভিড়ে মসজিদে হারাম কত সফলভাবে চালানো হয়, শ্রমিকরা কিবাবে তাদের কাজ করেন, কতটা বিভাগে কাজ পরিচালনা হয় ইত্যাদি বিষয় উঠে এসেছে ৯০ মিনিটের এই ভিডিওতে। ভিডিওটি ধারণ অনেক বড় চ্যালেঞ্জ ছিল বলে জানান তিনি।

সূত্র: আরব নিউজ

ট্রেইলারটি দেখতে ভিডিওতে ক্লিক করুন

[embed][/embed]


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ