শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটি ঘোষণা উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই: ধর্ম উপদেষ্টা পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেম অন্তর্ভুক্তির দাবি হেফাজতে ইসলামের সিংগাইরে হেফাজতে ইসলামের গণসমাবেশ ২৯ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হলে ‘হাত ভেঙে’ দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘জুলাই বিপ্লবে আলেম-শিক্ষার্থীদের অবদান ও প্রত্যাশা’ নিয়ে আলোচনা সভা সোমবার সিলেটে অনুষ্ঠিত বিহানের ‘লেখালেখি ও এডিটিং কর্মশালা’ দেশে ফিরে কর্মফল ভোগ করুন, শেখ হাসিনাকে জামায়াতের আমির রাষ্ট্র সংস্কারে ইসলামবিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না: জাতীয় পরামর্শ সভা যাত্রাবাড়ীতে জাতীয় পরামর্শ সভায় গৃহীত হলো ৭ প্রস্তাব

আল্লাহর ঘরে নামাজিদের উপর যারা হামলা করে তারা মানুষ নয় পশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলমানদের প্রথম কেবলা মসজিদে আকসায় নামাজ নিষিদ্ধ করা ও ফিলিস্তিনের সাধারণ মানুষ, শিশু-নারীদের উপর নির্বিচারে হামলার প্রতিবাদে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় শিবচর ৭১ সড়কে কওমী ছাত্র পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় শিবচরের বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীসহ আপামর জনতা স্বতস্ফূর্ত অংশ নেন।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে শামছুল উলূম মাদরাসার প্রিন্সিপ্যাল মাওলানা আকরাম হুসাইন বলেন, নিন্দা জানানোর ভাষা আমার নাই। আল্লাহর ঘরে নামাজ পড়া অবস্থায় যারা গুলি করে তারা মানুষ নয় পশু। অবিলম্বে মসজিদে আকসা খুলে দিতে হবে অন্যথায় বিশ্বব্যাপী আন্দোলনের ডাক দেওয়ার হুশিয়ারী দেন তিনি।

মাওলানা আকরাম আরো বলেন, অবিলম্বে ফিলিস্তিনের উপর সব ধরনের হামলা বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি ইসরাইলকে আন্তর্জাতিকভাবে মোকাবেলার ঘোষণা দিন। প্রয়োজনে আমরা ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে ফিলিস্তিনে যেতে প্রস্তুত।

সভাপতির বক্তব্যে কওমী ছাত্র পরিষদের আহবায়ক আল আমিন খান বলেন, ফিলিস্তিনের মসজিদে আকসার সাথে মুসলমানদের আত্মার সম্পর্ক । ইসরাইল মসজিদে আকসায় হাত দিয়ে মুসলমানদের হৃদয়ে রক্ত ক্ষরণ করেছে। অনতিবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষনা করতে হবে। ভবিষ্যতে মসজিদে আকসায় নামাজ আদায়ে কোন বাঁধা দিলে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে।

তৌহিদী ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে আল আমিন খান বলেন, আপনারা সব ধরনের ইহুদী-মার্কিন পন্য ব্যাবহার বন্ধ করে দিন। বিশ্বব্যাপি ইসরাইলকে বয়কট করতে জনমত গড়ে তুলুন।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, শিবচর কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতী জুবায়ের আহমদ। চকবাজার জামে মসজিদের খতীব মুফতী সাইদ আহমাদ উসমানী। নন্দকুমার হাইস্কুল মসজিদের খতীব মুফতী ফারুক আহমদ। শিবচর কওমী মাদরাসার মুহাদ্দীস মাওলানা বজলুর রহমান। তালিমুল কুরআন কওমী মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুর রহমান। ইসলামী আন্দোলন শিবচরের আমির মাওলানা জাফর আহমদ। শামসুল উলূম মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতী ইসমাইল হুসাইন। কওমী ছাত্র পরিষদের সদস্য সচীব মাওলানা রেজাউল করিম। মাওলানা জাহিদুল ইসলাম। মাওলানা আবদুল মান্নানসহ কওমী ছাত্র পরিষদ শিবচরের নেতৃবৃন্দ।

মানববন্ধনের শেষে মুনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করেন শিবচরের বর্ষিয়ান আলেমেদ্বীন মাওলানা খোরশেদ আলম।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ