সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

সিএনসির ‘সম্মাননা’ পাচ্ছেন মাওলানা লিয়াকত আলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু : বিশিষ্ট আলেম, লেখক ও সাংবাদিক মাওলানা লিয়াকত আলী সেন্টার ফর ন্যাশনাল ক্যালচার (সিএনসি) এর বিশেষ সম্মাননা লাভ করছেন। তার সঙ্গে আরও সম্মাননা পাচ্ছেন দৈনিক প্রথম আলোর সাংবাদিক আশীষ উর রহমান।

আজ সোমবার ( বিকেলে মগবাজার নজরুল একাডেমিতে তাকে এ সম্মাননা দেয়া দেয়া হবে।

বিকেল ৫টায় শুরু হতে যাওয়া সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিএনসির পরিচালক মাহবুবুল আলম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সচিব আসাফ উদ-দৌলা।

অনুষ্ঠানে এছাড়া আরও উপস্থিত থাকবেন, নজরুল একাডেমির সহ-সভাপতি এম এ হান্নান, ইসলামিক ইনফরমেশন ব্যুরোর চেয়ারম্যান শাহ আবদুল হালিম ও সিএনসির সহ-সভাপতি মুহাম্মদ ফয়জুল কবীর।

কাতার-সৌদি ইস্যু যেভাবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষক মাওলানা লিয়াকত আলী

দুই গুণীজনকে সম্মাননা প্রদান সম্পর্কে সিএনসির পরিচালক মাহবুবুল আলম বলেন, ‘আমরা বরাবর গুণীজনদের সম্মাননা প্রদান করে আসছি। সে ধারাবাহিকতায় মাওলানা লিয়াকত আলী ও আশীষ উর রহমানকে সম্মাননা দেয়া হচ্ছে। মাওলানা লিয়াকত আলীকে রমজানের ধারাবাহিক লেখার জন্য এবং আশীষ উর রহমানকে ঈদ বিষয়ক লেখার জন্য সম্মাননা দেয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, তারা স্ব স্ব ক্ষেত্রে সেরা লেখা উপহার দিতে সক্ষম হয়েছেন তারা।’

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ