মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৬ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :
তারাবি নিয়ে ১০ হাফেজের অনুভূতি ও অভিজ্ঞতা ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ফলাফল প্রকাশ; পাসের হার ৯৯.৪৯% জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে বিলোপ করা সম্ভব নয়: নাহিদ ইসলাম ফেসবুকে উপদেষ্টা মাহফুজের ‘মব’ নিয়ে পোস্ট, যা বলল ঢাবি ছাত্রশিবির ইফতা, আদবসহ বিভিন্ন বিভাগে ভর্তি নিচ্ছে উত্তরার মাদরাসাতুল আযহার লালমাটিয়ায় দুই তরুণীকে সিগারেট খেতে না করা সেই রিংকুকে গ্রেফতার ‘অপরাধের সাম্প্রতিক ব্যাপকতার পেছনে পরাজিত শক্তির রাজনীতি ক্রিয়াশীল' একদিনে ২৯ হাজার কুরআনের কপি বিতরণ সৌদি আরবের ‘দ্রুত বিচার আইনের মাধ্যমে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’ নির্মাণাধীন ভবনের কাঠ পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু 

চবি ক্যাম্পাস থেকে বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ক্যাম্পাস খোলার প্রথম দিনেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হলো। আজ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এ এফ রহমান, শহীদ আব্দুর রব ও একটি কটেজ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
রবিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহযোগিতায় এ সব অস্ত্র উদ্ধার করা হয়।
ক্যাম্পাস খোলার পর ছাত্র সংগঠনের নেতারা নিজেদের মধ্যে সংঘর্ষ বাধাঁনোর জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ক্যাম্পাসের আশেপাশে কটেজ গুলোতে রামদা, ছুরি ও রড নিয়ে মজুদ করে রাখে।
এ সব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সুনির্দ্দিষ্ট একটি তথ্যের ভিত্তিতে পুলিশের সহযোগিতায় এ এফ রহমান, শহীদ আব্দুর রব ও  শাহ আমানত হলের পূর্ব পাশে মুনআফ নামের একটি কটেজে তল্লাশি চালিয়ে প্রায় অর্ধ্বশত রামদাসহ বিপুল পরিমাণ ছুরি ও লোহার রড উদ্ধার করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, গোপন একটি তথ্যের মাধ্যমে পুলিশের সহযোগিতায় এ এফ রহমান, শহীদ আব্দুর রব ও  শাহ আমানত হলের পূর্ব পাশে মুনআফ নামের একটি কটেজে তল্লাশি চালিয়ে প্রায় অর্ধ্বশত রামদা সহ বিপুল পরিমান ছুরি ও লোহার রড উদ্ধার করেছি।
পরে সেইসব দেশীয় অস্ত্র পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ক্যাম্পাসে যে কোন অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সহযোগিতা নেয়া হবে।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনর্চাজ আকতারুজ্জামান বলেন, প্রক্টরিয়ালদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হল ও মুনআফ নামে একটি কটেজ থেকে ৪০ থেকে ৪৫ টি রামদাসহ বিপুল পরিমাণ ছুরি ও লোহার রড উদ্ধার করেছি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ