শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
রাষ্ট্র সংস্কারে ইসলামবিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না: জাতীয় পরামর্শ সভা যাত্রাবাড়ীতে জাতীয় পরামর্শ সভায় গৃহীত হলো ৭ প্রস্তাবাবলি বারিধারায় হেফাজতে ইসলামের পরামর্শ সভা শুরু ফ্যাসিবাদী সরকারের মূল দায়িত্বের কর্মকর্তারা এখনও অটল রয়ে গেছে নতুন উদ্যমে কাজ শুরু করেছি: ডিসি ওয়ারী খাগড়াছড়ি-রাঙামাটি পরিদর্শনে যাচ্ছেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আল্লামা মাহমুদুল হাসানের আহ্বানে সর্বস্তরের আলেমদের নিয়ে পরামর্শ সভা শুরু মসজিদে শোরগোল নিয়ে রাসূল সা. যেভাবে সতর্ক করেছিলেন ভারতের বিদ্যুৎ বিল পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ জয়পুরহাটে ১৫৫ মণ সরকারি চাল সহ আটক দুই

সালামের জবাব না দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ; আহত পিতা-পুত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রেজাউল করিম, কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলায় ঈদগাঁওতে সালামের জবাব না দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত হলেন পিতা-পুত্র। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৬ জুলাই সকালে ইউনিয়নের জাগির পাড়ায় ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উক্ত গ্রামের বজলুর রহমানের পুত্র সোহানুর রহমান আজ সকালে একই এলাকার তার এক সমবয়সী বন্ধু ও তার পিতাকে সালাম দেন।

তারা সালামের কোন উত্তর না দেয়ায় সোহান জানতে চাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে ঐ পিতা-পুত্র মিলে তাকে কিল, ঘুষি ও লাথি মেরে রাস্তায় ফেলে রাখে।

জাগির পাড়া রোডের ইউনুছের দোকানের সামনে এ ঘটনাটি ঘটে। আহত কিশোর ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত।

খবর পেয়ে সোহানের পিতা বজলুর রহমান প্রতিকার চাইতে ঐ দূর্বৃত্তদের বাড়িতে গেলে তার উপরও হামলা করা হয়। ইট পাটকেল ছুড়ে তাকেও আহত করা হয়। হামলায় বজলুর রহমান পায়ে আঘাত প্রাপ্ত হন। এর আগে আহত হওয়া তার পুত্রকে ঈদগাঁওর একটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।

ঘটনাটি সম্পর্কে স্থানীয় জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান-২ সোহেল জাহান চৌধুরীকে অবহিত করা হলে তিনি আজ রাতে এ ব্যাপারে উভয়পক্ষের সাথে বসবেন বলে জানান।

প্রত্যক্ষদর্শী মিজানুর রহমানসহ কয়েকজন সোহানের উপর হামলার ঘটনাটি নিশ্চিত করেন। তবে এ ব্যাপারে অভিযুক্ত ডা. সিরাজুল মোস্তফা নূরী ও তার পুত্রের কোন বক্তব্য পাওয়া যায়নি।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ