শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

ধার্মিকদের চেয়ে অধার্মিকরা বেশি অসহিষ্ণু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্প্রতি বেলজিয়ামের ক্যাথলিক ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, ধার্মিকদের চেয়ে অধার্মিকরা বেশি উগ্র বা অসহিঞ্চু। গবেষণায় বলা হয়েছে, অবিশ্বাসীদের চেয়ে ধার্মিকরা পরমত সহিষ্ণুতার দিক থেকে এগিয়ে।

গবেষণায় যুক্তরাজ্য, ফ্রান্স ও স্পেনের ৭৩৭ জনের মতামত নেয়া হয়। সেখানে দেখা গেছে, অবিশ্বাসীরা নিজেদের বেশি উদার ভাবতে পছন্দ করেন। তবে তারা বিরোধী মত ও ধারণা নিতে পারেন না খুব একটা।

গবেষণা প্রতিবেদনের লেখক ফিলিপ উজারভিক বলেন, ধর্মে বিশ্বাসী হলেই যে কেউ উগ্র বা অসহিষ্ণু হবে এমনটা ভাবা জরুরি নয়। আমাদের গবেষণায় দেখা গেছে, মানসিক ক্ষেত্রে ধর্মীয় অনুভূতি এবং অসহিষ্ণুতার সৃষ্টির কারণ ভিন্ন ভিন্ন। বিস্ময়কর ভাবে দেখা গেছে, যারা ধর্ম-কর্ম বেশি করে তারাই বরং অবিশ্বাসীদের চেয়ে বেশি সহিষ্ণু এবং উদার মনের অধিকারী।

পশ্চিমা বিভিন্ন দেশে ‘ধর্মীয় অবিশ্বাস আদর্শ হয়ে উঠেছে’ এমন শিরোনামে গবেষণাটি করেন ড. উজারভিক। গবেষণায় অংশ নিয়েছেন ৪৪৫ জন কট্টর আস্তিক ও নাস্তিক, ২৫৫ জন খ্রিষ্টান এবং ৩৭ জন বৌদ্ধ, মুসলিম ও ইহুদি।

গবেষণায় বলা হয়েছে, অবিশ্বাসীরা নিজেদের মতবাদে বিশ্বাসীদের চেয়ে অনেক বেশি গোঁড়ামি করেন। তবে তারা চতুরভাবে তাদের অসহিষ্ণু মনোভাব লুকিয়ে রাখতে পারেন।

উজারভিক জানান, মুখোমুখি আলাপ কিংবা তর্কের মাধ্যমে এই জরিপ চালানো হয়েছে। সেখানে দেখা যায়, বিশ্বাসীদের মধ্যে অন্যের কথা শোনার ধৈর্য্য বেশি। অপরদিকে অবিশ্বাসীরা নিজের মতামত অন্যের ওপর চাপিয়ে দিতে তৎপর বেশি।

গবেষণায় আরও বলা হয়েছে, ব্যক্তি জীবনে কে কতটা ধৈর্য্যশীল সেটা অনেকটাই নির্ভর করছে তাদের আস্তিকতা কিংবা নাস্তিকতার উপর।

কাওমি মাদরাসা শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষ; প্রস্তুতি ও কিছু কথা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ