বশির ইবনে জাফর
ময়মনসিংহ প্রতিনিধি
বিশিষ্ট আলেম ও লেখক মাওলানা লাবিব আবদুল্লাহ প্রতিষ্ঠিত মোমেনশাহী অঞ্চলের সাহিত্য সংগঠন 'শিকড় সাহিত্য মাহফিল' এর উদ্যোগে আয়োজিত হলো অন্যরকম ইফতার মাহফিল।
আজ শনিবার ২৮ রমজান ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে অসংখ্য কবি সাহিত্যিক ও সংগঠকদের উপস্থিতিতে নৌকায় আয়োজিত হলো শিকড় এর এই ইফতার মাহফিল।
মাওলানা লাবিব আবদুল্লাহর আহ্বানে মীর ফাউন্ডেশন এর সহযোগিতায় আয়োজিত এ ইফতার মাহফিলের মধ্যমণি ছিলেন ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজের অধ্যপক হাফেজ মাওলানা ডা. আবদুল বারী, ইত্তেফাকুল উলামা ময়মনসিংহ জেলার সভাপতি মুফতি মুহিব্বুল্লাহ, দৈনিক আলোকিত বাংলাদেশ এর সহ-সম্পাদক আলী হাসান তৈয়ব ও কবি সাইফ সিরাজ।
বিকেল চারটায় শহরের কাঠগোলা বাজার ঘাট থেকে নৌকায় যাত্রা করা মনোমুগ্ধকর এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন আলেম, সাংবাদিক, সাহিত্যিক ও শিক্ষাবিদগণ।
উপস্থিত ছিলেন মাসিক কিশোরপথ এর সম্পাদক মুফতি আবদুল মুমিন, মা'হাদুদ দাওয়াহ আল ইসলামিয়ার পরিচালক মাহমুদুল হক সিদ্দীক, ইঞ্জিনিয়ার মাওলানা সাকিব মুস্তানসির, প্রচ্ছদশিল্পী ওয়ালিউল ইসলাম, ছড়াকার জাকির উসমানসহ আরো অনেকে।
শহর পেরিয়ে নৌকা খাগডহর এলাকায় পৌঁছলে ইফতারের মূল আয়োজন শুরু হয়।
ইফতারের পর খোলা আকাশের নিচে শিল্পীদের মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা নজর কারে অতিথিদের।
শুধু পরীক্ষা নয়, সার্বিক প্রস্তুতিই জামিয়াতুস সুন্নাহ’র সাফল্যের রহস্য