মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে বজ্রপাতে মোস্তফা কামাল আঙ্গুর (৪৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতার মৃত্যু হয়েছে।
বৃষ্টির পর ছাদে জমে থাকা পানি সরাতে ছাদে উঠলে তিনি সেখানে বজ্রপাতে দগ্ধ হন। মোস্তফা উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রামের লায়েছ বেপারীর ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ভৈরব শহরের উত্তর ভৈরবপুর এলাকায় এ ঘটনা ঘটে। ছেলে-মেয়েদের পড়াশোনা, ব্যবসা ও রাজনীতির কারণে তিনি শহরে ভাড়া বাসায় থাকতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে প্রচুর বৃষ্টিপাতে বাসার ছাদে পানি জমে যায়। ছাদের জমে থাকা পানি সরাতে সকাল সাড়ে ৮টার দিকে ছাদে ওঠেন মোস্তফা। ওইসময় বজ্রপাতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই অকাল মৃত্যুতে তার রাজনৈতিক মহলসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট