শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

কারিগরি ও মাদরাসা বিভাগে যাচ্ছে এবতেদায়ী শিক্ষা ব্যবস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবতেদায়ী মাদরাসা শিক্ষার সব কার্যক্রম এখন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর ফলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে চলে আসবে এবতেদায়ী শিক্ষা। এতদিন এ শিক্ষার সব দায়িত্বে ছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (১৪ই জুন) শিক্ষা মন্ত্রণালয়ের সহকারি সচিব (মাদ্রাসা-২) মো. আবদুল খালেক স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে অবহিত করে এ চিঠি পাঠানো হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এবতেদায়ী স্তরের পাঠ্যপুস্তক ও কারিকুলামে আরবী ভাষা ও কুরআন তাজবীদ বিষয়সমূহ অন্তর্ভুক্ত রয়েছে। এজন্য সরকার মনে করে দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের দিয়ে এবতেদায়ী মাদ্রাসার শিক্ষা কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।

এদিকে শিক্ষানীতি-২০১০ এর ৬ ও ২৭ অধ্যায়ের আলোকে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখাও এ সিদ্ধান্তের অন্যতম উদ্দেশ্য। এছাড়া শিক্ষার অন্যান্য স্তরের সাথে মিল রেখে সুচারুরুপে পরিচালনার জন্য এবতেদায়ী মাদ্রাসার কার্যক্রম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণলয়ের পরিবর্তে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা যায়।

এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (সেকশন-২), কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিপ্তরসমূহের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বাবুস সালাম মাদরাসায় সংঘর্ষ: আহত ১০


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ