শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খাগড়াছড়ি-রাঙামাটি পরিদর্শনে যাচ্ছেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আল্লামা মাহমুদুল হাসানের আহ্বানে সর্বস্তরের আলেমদের নিয়ে পরামর্শ সভা শুরু মসজিদে শোরগোল নিয়ে রাসূল সা. যেভাবে সতর্ক করেছিলেন ভারতের বিদ্যুৎ বিল পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ জয়পুরহাটে ১৫৫ মণ সরকারি চাল সহ আটক দুই তাপপ্রবাহ নিয়ে নতুন সংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’

মোনাজাত না ধরার প্রতিবাদ করায় মসজিদ কমিটির সাধারণ সম্পাদকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লক্ষ্মীপুর সদর উপজেলার মধ্য কালিরচর গ্রামের মনছুর আহমদ জামে মসজিদে নামাজের পর মোনাজাত না ধরার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় মসজিদ কমিটির সাধারণ নিহত হয়েছেন।

নিহতের নাম নূর হোসেন। এ সময় নিহতের বড় ভাই জাকির হোসেনও আহত হন। এ ঘটনায় আজ শনিবার সকালে মসজিদ প্রাঙ্গণ থেকে মসজিদের ঈমামকে আটক করে পুলিশ

পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার মধ্য কালিরচর গ্রামের মনছুর আহমদ জামে মসজিদের ঈমাম মো. আল আমিন নামাজের পর অন্য ঈমামদের মতো মোনাজাত ধরতেন না।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শুক্রবার জুমার নামাজের পর এ বিষয়ে জিজ্ঞাসা করলে ঈমাম উত্তেজিত হয়ে তাকে মসজিদ থেকে বের হয়ে যেতে বলেন। এ সময় ঈমামের পক্ষ ও কমিটির পক্ষের লোকজন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

এর জের ধরে রাতে তারাবির নামাজের পর ঈমামের পক্ষ নিয়ে স্থানীয় দেলোয়ারসহ কয়েকজন মাথায় লাল ফিতা বেঁধে দুই ভাইকে বেধড়ক মারধর করেন। ঈমাম আল আমিন চাঁদপুরের বিশ্বপুর গ্রামের মো. দুলালের ছেলে।

শুক্রবার রাত ৯টার দিকে মসজিদের ইমামের পক্ষ নেওয়া লোকজনের হামলায় ওই দুই ভাই গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় নূর হোসেনেকে ঢাকা মেডিক্যালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল ৮টার দিকে মারা যান তিনি। নিহত নূর হোসেন স্থানীয় মৃত রফিক উল্লাহর ছেলে।

নিহতের স্ত্রী জেসমিন আক্তার বলেন, 'পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই। লক্ষ্মীপুর মডেল থানার ওসি লোকমান হোসেন বলেন, 'নিহত নূর হোসেনের লাশ ঢাকা থেকে নিয়ে আসলে ময়নাতদন্ত প্রতিবেদনের আলোকে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় মসজিদের ঈমামকে আটক করা হয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ