শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল

স্বীকৃতি বাস্তবায়ন কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক পদে আবারও পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সরকার স্বীকৃত কওমি শিক্ষা কমিশন আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর পরীক্ষা নিয়ন্ত্রক পদে আবারও পরিবর্তন। এবার ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ পেয়েছেন মাওলানা ইসমাইল বরিশালী।

মাওলানা ইসমাইল বরিশালী দীর্ঘ দিন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড  বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি দীর্ঘদিন জামিয়া নুরিয়া কামরাঙ্গীর চরসহ বিভিন্ন মাদরাসায় হাদিসের দরস দিয়েছেন।

আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের এক পূর্ব নির্ধারিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।  বৈঠকে উপস্থিত ছিলেন, আল্লামা আশরাফ আলী, আল্লামা আজহার আলী আনোয়ার শাহ, আল্লামা নূর হোসাইন কাসেমী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা নুরুল আমিন, মুফতি ফয়জুল্লাহ, মুফতি রুহুল আমিন, মুফতি শামসুদ্দিন জিয়া, মুফতি মোহাম্মদ আলী প্রমুখ।

কওমি স্বীকৃতি বাস্তবায়ন কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক পদে পরিবর্তন

উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদরাসার শিক্ষা সনদের স্বীকৃতি ঘোষণার পর ১৬ এপ্রিল স্বীকৃতি বাস্তবায়ন কমিটির প্রথম বৈঠকে গঠন করা হয় পরীক্ষা উপ কমিটি। কমিটির প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিয়োগ পান মাওলানা শামসুল হক। তবে নিয়োগ পাওয়ার এক মাসের মাথায় তার শারীরিক অসুস্থতার কারণে এ গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন করা হয়।

এরপর অস্থায়ীভাবে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দেয়া হয় মুফতি আবু ইউসুফকে। এখন স্থায়ীভাবে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক করা হয়েছে মাওলানা ইসমাইল বরিশালীকে। মাওলানা শামসুল হক সুস্থ হওয়ার পূর্ব পর্যন্ত তিনিই এ দায়িত্ব পালন করবেন।

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ