শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল

দনিয়া কলেজ সরকারীকরণের দাবিতে শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বশির ইবনে জাফর, নিজস্ব প্রতিনিধি: রাজধানীর যাত্রাবাড়ীস্থ দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজকে সরকারীকরণের দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক শিক্ষার্থীরা ও সকল কর্মচারীবৃন্দ।
আজ বুধবার দুপুরে শনির আখড়া এলাকায় নিজস্ব কলেজ ক্যাম্পাসের সামনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কলেজের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকরা এই মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন চলাকালে দাবির স্বপক্ষে বক্তব্য দেন দনিয়া বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল সাইন্স বিভাগের ছাত্রনেতা মাহবুবুল আলম।
তিনি বলেন দক্ষিণ ঢাকার অন্যতম বৃহৎ কলেজ হচ্ছে এই দনিয়া কলেজ। প্রায় ১২ হাজার  শিক্ষার্থী দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখান এসে পড়াশোনা করছে। আমাদের এই কলেজের রয়েছে নিজস্ব ক্যাম্পাস। রয়েছে শ্রেষ্ঠ ফলাফলের খেতাব। তাছাড়া একটা কলেজ সরকারীকরণের জন্য আনুসাঙ্গিক যা যা প্রয়োজন সবই রয়েছে এই কলেজের। তাই কলেজটি সরকারীকরণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করছি।
 
এছাড়াও ছাত্রছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন  ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া অত্র কলেজের সাবেক ছাত্র মঞ্জুরুল হক। বক্তব্য রাখেন  মু. শ্যামল, জাহিদ হাসান, রাষ্ট্র বিজ্ঞানের ছাত্রী রূপালী আক্তার, মার্কেটিং বিভাগের মু.শফিক, ইসলামিক স্টাডিজের আবুল বাশার সহ দনিয়া কলেজ ছাত্রলীগ এর সভাপতি জাহাঙ্গীর আলম,  সহ সভাপতি জিল্লুর রহমান শুভ সহ আরো অনেকেই।
মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, ঢাকা-৫ আসনে একটি কলেজও সরকারী নেই। দনিয়া কলেজের মতো এতো বড় একটি কলেজ সরকারীকরণ হলে অনেক দরিদ্র মেধাবীদের পড়াশোনার ব্যয় কমে যেত। পড়াশোনার সুযোগ পেত আরো অনেক শিক্ষার্থী। সেজন্য শিক্ষার উন্নয়নের দিকটি লক্ষ্য রেখেই কলেজটিকে যেন সরকারী করা হয়।
এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ