বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ।। ২৭ ফাল্গুন ১৪৩১ ।। ১৩ রমজান ১৪৪৬


পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড; নিয়ন্ত্রণে ৪ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় পাটের গুদামে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

রবিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার শীতলক্ষ্যায় এলাকায় কুমুদিনি পাটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের ১৮-নং ওয়ার্ডের কাউন্সিলর কবির হোসেন জানান, সকাল পৌনে ৯টার দিকে শীতলক্ষ্যায় এলাকায় কুমুদিনি পাটের গুদামে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানো চেষ্টা চালায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়।

মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ এলাকা থেকে ফায়ার সাভির্সের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান কাউন্সিলর কবির হোসেন।

বজ্রপাতের পর গাছে আগুন!


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ