শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল

আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবিএম শহীদ উদদৌলা নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার বিকাল থেকে তিনি উধাও এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে শহীদ উদদৌলার ভাই শফিক উদদৌলা তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি নং ২৮০) করেছেন। তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম জানান, আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করছি। তবে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। বর্তমানে তার অবস্থান কাকরাইল মসজিদের আশপাশ এলাকায় রয়েছে।

পুলিশ সূত্র জানায়, শহীদ উদদৌলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। এরপর থেকে আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। নিখোঁজ শহীদ তাবলিগ জামাতের সঙ্গে যুক্ত ছিলেন। কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার যোগাযোগ নেই বলে দাবি করে নিখোঁজের পরিবার।

পরিবারের বরাত দিয়ে জিডির তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই মোশারফ হোসেন বলেন, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে আসেন এবিএম শহীদ উদদৌলা। সেখানে দুপুর পর্যন্ত ডিউটি পালন করেন। ক্লাস শেষে প্রতিদিন বাসায় ফিরলেও শুক্রবার রাত পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের বরাত দিয়ে এসআই আরও বলেন, মিরপুর পল্লবীতে পরিবারের সঙ্গে থাকেন তিনি। বাসায় না ফেরায় পরিবারের লোকজন ঢাকার বিভিন্ন জায়গায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, তার বন্ধু ও নিকট আত্মীয়-স্বজনের বাসায় খোঁজখবর নেন। কোথাও তার সন্ধান না পেয়ে থানায় জিডি করেন।

আল্লামা আহমদ শফীর সঙ্গে বিএনপি নেতা মীর নাছিরের বৈঠক

চোখের সামনেই আছড়ে পড়ল বিমান (ভিডিও ভাইরাল)


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ