মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৬ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

লাইভ হত্যাকাণ্ড ঠেকাতে তিন হাজার কর্মী নিয়োগ করবে ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্প্রতি ফেসবুকে দুটি হত্যাকান্ডের ঘটনা লাইভ দেখানোর পর থেকে বিষয়টি বেশ আলাচিত হয়। দুটি ঘটনার পরই ফেসবুক কর্তৃপক্ষ  দুঃখ প্রকাশ করে। এবার এসব অনাকাঙ্খিত ঘটনা এড়াতে  ফেসবুক কর্তৃপক্ষ তিন হাজার কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, ফেসবুকে লাইভে 'নিজেদের এবং অন্যকে আঘাত' করার যেসব ঘটনা সাম্প্রতিক সময়ে ঘটেছে, তা খুবই মর্মান্তিক।

এ ধরণের ভিডিও সম্পর্কে রিপোর্ট করার ব্যবস্থা দ্রুততর করারও ব্যবস্থা প্রতিষ্ঠানটি করছে বলে জানানো হয়েছে।

এর মধ্যে এপ্রিলে যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডের ৭৪ বছরের বৃদ্ধকে হত্যা করছে এক ব্যক্তি - এমন এক ফুটেজ ঘণ্টার পর ঘণ্টা ধরে অনলাইনে থাকার পর ফেসবুক কর্তৃপক্ষ তাদের নীতি পুনর্বিবেচনার অঙ্গীকার করে।

ঐ ঘটনার ১৫ দিনের মধ্যেই থাইল্যান্ডে ফেসবুক লাইভে এক ব্যক্তি নিজের সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেন।

মি. জাকারবার্গ জানিয়েছেন, নতুন কর্মীরা সার্বক্ষনিকভাবে প্রতিষ্ঠানটির কনটেন্ট পর্যবেক্ষণ করবেন এবং দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিকর কন্টেন্ট বন্ধের উদ্যোগ নেবেন।

[এবার ফেসবুক লাইভে মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা]

এসএস/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ