শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার 'উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব'   নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেয়িামের নাম পাল্টে দিলেন ঠিকাদার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হঠাৎ করেই নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেয়িামের নাম পাল্টে ‘নড়াইল জেলা স্টেডিয়াম’ করা হয়েছে!

স্টেডিয়ামের দক্ষিণপাশে নবনির্মিত গেটে ইতিমধ্যে ‘‘নড়াইল জেলা স্টেডিয়াম, নড়াইল’’ নামে একটি ফলকও স্থাপন করা হয়েছে। এ নিয়ে নড়াইলবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে, ঠিকাদারের ভুলে এমনটি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জেলা ক্রীড়া সংস্থার দ্বায়িত্বপ্রাপ্তরা।

জানাগেছে, মহান স্বাধীনতা যুদ্ধের র্সূয্য সন্তান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মস্থান নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রাম। বর্তমানে ওই গ্রামের নাম নূর মোহাম্মদ নগর করা হয়েছে।

নড়াইল জেলা শহরের একমাত্র স্টেডিয়ামটি বহু বছর আগেই ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম’ নামে নামকরণ করা হয়েছিল।

এ বিষয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের নাতি জামাই আসাদ রহমান সাংবাদিকদের জানিয়েছেন, তিনি বৃহস্পতিবার ভিন্ন নামের নাম ফলক স্থাপনের বিষয়টি দেখেছেন। এ ব্যাপারে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের সাথেও কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।

জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুর রশিদ মন্নু বলেছেন, ‘ঠিকাদারের বাড়ি গোপালগঞ্জ জেলায়। তিনি থাকেন ঢাকায়। কাজটি করার সময় স্টেয়িামের নাম কি তা অবশ্যই জানেন। কিন্তু কেন এমন ভুল করলো জানা নেই।’

এ ব্যাপারে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান জানিয়েছেন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের নামে ওই স্টেডিয়ামের নামকরণটি নিজেই উদ্যোগ নিয়ে করেছিলেন। এখন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের নামেই আছে। তবে হয়তো ঠিকাদার ভুলকরে নড়াইল জেলা স্টেডিয়ামের সাইনবোর্ডটি লাগিয়েছে। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

 

বিশ্বের সবচেয়ে বেশি গরু ভারতে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ