শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা ইসলামি লেখক ফোরামের বৈঠক অনুষ্ঠিত, আসছে নতুন কর্মসূচি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দুই সেমিস্টার পদ্ধতি খরচ বাড়বে শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্যমান তিন সেমিস্টারের পরিবর্তে দুই সেমিস্টার পদ্ধতি চালু করা হলে শিক্ষার্থীদের খরচ বাড়বে বলে মনে করে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতির এমন অবস্থান তুলে ধরেছেন সংগঠনের চেয়ারম্যান শেখ কবির হোসেন।

তিনি বলেন, বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো গত ২৫ বছর ধরে বছরে তিন সেমিস্টার পদ্ধতিতে শিক্ষাদান করে আসছে। পদ্ধতিটি অত্যন্ত সফল ও পরীক্ষিত। সরকারের পক্ষ থেকে হঠাৎ করে প্রতিষ্ঠিত ও সফল একটি পদ্ধতিকে ভেঙে দুই সেমিস্টারের নির্দেশনা দেওয়া আমাদের কাছে বোধগম্য নয়। এর ফলে শিক্ষার্থীদের খরচ কমবে বলে যে ধারণা দেওয়া হচ্ছে সেটি প্রকৃত অর্থে বাস্তবসম্মত নয়।

শেখ কবির হোসেন বলেন, দুই সেমিস্টার পদ্ধতি চালু হলে শিক্ষার্থীদের খরচ কমার কোনও কারণ নেই। উল্টো মাসভিত্তিক ফি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এপিইউবি মনে করে, এমন একটি সিদ্ধান্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিকাশে বাধা হয়ে দাঁড়াতে পারে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সবসময়ই সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বিষয়টিকে গুরুত্ব দিয়ে আসছে। আমরা আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে চাই।

তিনি জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি তাদের শিক্ষা পদ্ধতিকে তিন সেমিস্টার থেকে দুই সেমিস্টারে নিয়ে আসতে নির্দেশ দিয়েছে। গত ১১ এপ্রিল ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান একটি টিভি চ্যানেলে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও এর ট্রাস্টিদের সম্পর্কে কিছু অযাচিত মন্তব্য করেছেন। বিষয়টি অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর নজরে এলে সমিতির চেয়ারম্যান এ নিয়ে ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন। এ সময় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান তাকে জানান, ওই চ্যানেল তার বক্তব্যকে খণ্ডিত ও বিকৃতভাবে উপস্থাপন করেছে।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ