মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

যে সব দেশের রাষ্ট্রধর্ম ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুরোপুরি শরীয়া আইন পালন হয় কিনা এই নিয়ে দ্বিমত রয়েছে। কিন্তু সাংবিধানিকভাবে অনেক রাষ্ট্রের ধর্মই ইসলাম। তবে সংখ্যাটি অনেকের কাছেই অজানা।

ইন্টারনেট সূত্রে পাওয়া যায় মোট ২৬ টি দেশে বর্তমানে ধর্ম হিসেবে ইসলাম রয়েছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশই বেশি। বাকি দেশগুলোও এর আশেপাশে।

বাংলাদেশের রাষ্ট্রধর্মও ইসলাম। তবে দেশটিতে সম্প্রতি এই নিয়ে বিতর্ক বয়ে গেল। রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কিনা বিষয়টি গড়িয়েছে আদালতেও। শেষতক ধর্ম প্রাণ মানুষের দাবির প্রেক্ষিতে আদালত রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রেখেছে।

রাষ্ট্রধর্ম ইসলাম এমন ২৬ টি দেশ হলো-

১) বাংলাদেশ, ২) সৌদিআরব, ৩) কুয়েত, ৪)ওমান, ৫) সংযুক্ত আরব আমিরাত, ৬) বাহরাইন, ৭) ইয়েমেন, ৮)মিশর, ৯) কাতার, ১০) মরোক্ক, ১১) সোমালিয়া, ১২) মালদ্বীপ, ১৩) মালয়েশিয়া, ১৪) লিবিয়া, ১৫) জর্ডান, ১৬) কোমোরোস, ১৭) আলজেরিয়া, ১৮) আফগানিস্তান, ১৯) ব্রুনাই, ২০) তিউনিসিয়া, ২১) ফিলিস্তিন, ২২) ইরাক, ২৩) ইরান, ২৪) জিবুতি, ২৫) মৌরিতানিয়া, ২৬) পাকিস্তান।

কওমি স্বীকৃতি নিয়ে তিনটি আলোচিত টকশো

কওমির মাস্টার্সের মান নিয়ে কী ভাবছেন ঢাবি’র শিক্ষার্থীরা?


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ