শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

নাস্তিক-মুরতাদরা কখনই দুয়েকশ'র বেশী ভোট পায় না; ড. তুহিন মালিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাননীয় প্রধানমন্ত্রী, ক'দিন আগে আপনি দেশের সর্বজনশ্রদ্ধেয় আলেম-ওলামাদেরকে যেভাবে সম্মানিত করেছেন; দেওবন্দের উসুল ও কওমি স্বকীয়তা শতভাগ অক্ষুন্ন রেখে কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্সের সমমান দিয়েছেন; মহান স্বাধীনতা সংগ্রামে কওমি উলামায়ে কেরামের গৌরবজ্জ্বল ভূমিকার প্রশংসা করেছেন; এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের গ্রিক মূর্তি অপসারণের বিষয়ে দৃঢ় প্রতিশ্রুতি প্রদান করেছেন -- এর সবগুলোই আপনার রাজনৈতিক প্রজ্ঞা ও পরিপক্কতার নিদর্শন।

আপনি নিশ্চয়ই অনুভব করেছেন, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রতিকূলে কোন হটকারী মতামতকে জোড় করে চাপিয়ে দেয়াটা বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। তাছাড়া শাপলা চত্বরের বিভীশিখাময় কলংক মাথায় নিয়ে আওয়ামী লীগের মত বৃহৎ রাজনৈতিক দলের ভবিষ্যত রাজনীতি কতটাই বা মারাত্মক হতে পারে!

এটাকে রাজনীতি বলুন কিংবা আপনার ঈমানী দায়িত্ববোধ বলুন-- আলেম-ওলামাদের প্রতি আপনার অসাধারণ ভক্তিপূর্ণ শ্রদ্ধাবোধ পুরো জাতিকে মুগ্ধ করেছে। দেখুন, যাকে আপনি নিত্যদিন হেয় প্রতিপন্ন করে গালাগাল করেছেন, সেই তিনিই দেশের সব শীর্ষস্থানীয় আলেমদের সাথে নিয়ে সেই আপনার জন্যই মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন। একজন মুসলিমের জন্য এর চেয়ে মূল্যবান আর কি হতে পারে?

অথচ সপ্তাহ যেতে না যেতেই আপনি গুটিকয়েক বিপথগামীর প্ররোচনায় আপনার নিজের প্রদত্ত অঙ্গীকার থেকে সরে এসে বিভিন্ন রকমের বিকল্পতার প্রস্তাব দিচ্ছেন!

আপনাকে মনে রাখতে হবে --
আপনার দল, দলের প্রতিষ্ঠাতা, দলের সভানেত্রী কিংবা দলের সিংহভাগ নেতা-কর্মীরা নাস্তিক-মুরতাদ নন।

নাস্তিক-মুরতাদরা কখনই তাদের নির্বাচনী আসনে দুয়েকশ'র বেশী ভোট পায় না!

এদেশের মানুষ কখনই নিজেকে নাস্তিক-মুরতাদের বংশধর দাবী করে গর্ববোধ করে না। বরং আলেম-ওলামা-ওলী কিংবা সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান বলেই নিজেদেরকে পরিচয় দিতে গর্ব অনুভব করে।

আপনার সামনে বড় একটা সুযোগ এসেছে। আশা করি বিভ্রান্ত-বিপথগামীদের প্ররোচনায় নিজেদের সর্বনাশ করবেন না।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ