শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প

খাদেমুল ইসলামের সেক্রেটারি মাওলানা কামরুজ্জামানের দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অরাজনৈতিক সংগঠন খাদেমুল ইসলাম বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মাওলানা কামরুজ্জামান কবীরের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১২ এপ্রিল) বাদ জোহর নামাজে জানাজা শেষে গওহরডাঙ্গা মাদরাসা-মসজিদ সংলগ্ন কবরস্তান মাকবারায়ে শামছিয়ায় তাকে দাফন করা হয়।

গওহরডাঙ্গা মাদরাসা প্রাঙ্গণে বিপুল মানুষের উপস্থিতিতে নামাজে জানাজার ইমামতি করেন আল্লামা মুফতি রুহুল আমীন।

মাওলানা কামরুজ্জামান কবীর (৫৫) মঙ্গলবার রাত ৯টায় টুঙ্গীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন। তিনি বেশ কয়েক বছর ধরে বিভিন্ন অসুখে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, ১ ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মাওলানা কামরুজ্জামান কবীর ১৯৭৬ সালে এসএসসি পাশ করে গওহরডাঙ্গা মাদরাসায় ভর্তি হন। ১৯৮৮ সালে কৃতিত্বের সঙ্গে গওহরডাঙ্গা মাদরাসা থেকে দাওরায় হাদিস সমাপ্ত করে মাওলানা সনদ লাভ করেন।

তিনি কর্মজীবন শুরু করেন গওহরডাঙ্গা মাদরাসায় শিক্ষকতার মধ্য দিয়ে। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি গওহরডাঙ্গা মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার নির্বাহী কমিটির সদস্যও ছিলেন তিনি।

শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।

হজরত সদর সাহেব (রহ.)-এর জীবনী পড়ে অনুপ্রাণিত হয়ে তিনি দ্বীনি শিক্ষা অর্জনের নিমিত্তে স্কুল ছেড়ে মাদরাসায় ভর্তি হন।

ছাত্রজীবন থেকে মাওলানা কামরুজ্জামান কবীর খাদেমুল ইসলামের কাজের সঙ্গে জড়িত ছিলেন।

২০০৫ সাল থেকে সাল থেকে তিনি খাদেমুল ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

তার মৃত্যুতে খাদেমুল ইসলাম বাংলদেশের আমির ও গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম পীরে কামেল আল্লামা মুফতি রুহুল আমীন গভীর শোক প্রকাশ করে তার মাগফিরাত কামনা করেছেন।

তিনি বলেন, মাওলানা কামরুজ্জামান ইসলামের প্রচার-প্রসারে একজন নিবেদিত মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমি একজন বিশ্বস্ত কর্মী ও সহযোদ্ধা হারালাম। তার শূণ্যতা পূরণ হওয়ার নয়।

গণভবনের উলামা বৈঠক নিয়ে যা বললেন খালেদা জিয়া


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ