বুধবার, ১২ মার্চ ২০২৫ ।। ২৭ ফাল্গুন ১৪৩১ ।। ১২ রমজান ১৪৪৬


কালি মেখে দেয়া হলো বর্ষবরণের দেয়ালচিত্রে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে বর্ষবরণের প্রস্তুতির হিসেবে শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্র কালি লেপ্টে দেয়া হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে বন্দরনগরীর চট্টেশ্বরী রোডে চারুকলার সামনে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।

শিক্ষার্থীরা জানান, পহেলা বৈশাখ সামনে রেখে মঙ্গলবার রাত সাড়ে ১২টা পর্যন্ত চারুকলার মূল গেটের বিপরীত দিকের দেয়ালে আঁকার কাজ করেন তারা।

নগরীর চকবাজার থানার ওসি নুরুল হুদা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, “রাত ১টার পর দুটি মোটর সাইকেলে করে চারজন যুবক এসে দেয়ালে কিছু লাগিয়ে দিয়ে চলে যায়। মনে হচ্ছে, পোড়া মবিল লেপ্টে দেয়া হয়েছে।”

আরআর


    সম্পর্কিত খবর



    সর্বশেষ সংবাদ