শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল

মাওলানা মাহফুজুল হকের সঞ্চালনায় শুরু হচ্ছে গণভবনের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গণভবন থেকে আবু জিমাম: গণভবনে পৌছেছেন দেশের শীর্ষ আলেমগণ। কওমি মাদরাসার ছয় বোর্ড-এর দায়িত্বশীলরা ইতিমধ্যেই গণভবনে অপেক্ষা করছেন। বেফাকের যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হকের সঞ্চালনায় নির্ধরিত সময় সন্ধ্যা সাড়ে সাতটায় কওমি মাদরাসা আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হচ্ছে।

গণভবনে এসে উপস্থিত হয়েছেন, ‘আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, গহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক মুফতি রুহুল আমীন, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি আরশাদ রাহমানি, পটিয়া মাদরাসার প্রিন্সিপ্যাল আল্লামা আবদুল হালীম বোখারী, সিলেটের মুফতি আবদুল হক, মুফতি আবদুল বাসেত বরকতপুরী, শায়খ যাকারিয়া রহ. ইসলামিক রিচার্স সেন্টারের মহাপরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ প্রমুখ নেতৃত্ববৃন্দ।

উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিত হওয়ার কথা রয়েছে। কওমি সনদের স্বীকৃতির বিষয়ে সরকার ও আলেমদের সেতু বন্ধনে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের রয়েছে দীর্ঘ প্রচেষ্টা।

তবে এখনো গণভবনে পৌঁছাননি আল্লামা আহমদ শফী। তার গাড়ি পথে আছে। তার সঙ্গে রয়েছেন বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস। তিনি জানান, অল্প সময়ের মধ্যেই হজরতরে গাড়ি গণভবনে পৌঁছাবেন।

তার জন্য গণভবনের সামনেই অপেক্ষা করছেন বেফাকের সিনিয়র নেতৃবৃন্দ। তাদের মধ্যে রয়েছেন বেফাকের সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী, আল্লামা আনোয়ার শাহ, আল্লামা নূর হোসাইন কাসেমী, মাওলানা মোস্তফা আজাদ, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, বেফাক মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, বেফাকের মহাপরিচালক মাওলানা জোবায়ের আহমদ চৌধুরী, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুপুর।

কওমি স্বীকৃতি; আল্লামা শফীর নেতৃত্বে গণভবন যাচ্ছেন ৩০০ আলেম

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ