শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

ঈমান বিনাশী মঙ্গল শোভাযাত্রা পালনের নির্দেশনা প্রত্যাহার করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasanat aminiপহেলা বৈশাখে দেশের সব সরকারি স্কুল কলেজে মঙ্গল শোভাযাত্রা বাধ্যতামূলক করাকে ঈমান-আক্বীদা ও ইসলামী সংস্কৃতি বিরোধী হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে এই নির্দেশনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন খেলাফতে ইসলামী বাংলাদেশের আমীর ও ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী।

আজ সংবাদপত্রে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে মাওলানা হাসানাত আমিনী বলেন, মুসলমানগণ তাদের ঈমানকে সবকিছুর উর্ধ্বে প্রাধান্য দিয়ে থাকে। ইসলামের বিশ্বাস মতে কোন জীবজন্তু, বন্যপ্রাণী ও দেবদেবীর মূর্র্তির কাছে কল্যাণ ও মঙ্গল কামনা করা হারাম। সুতরাং মুসলমানদের জন্যে মঙ্গল শোভাযাত্রার এই অপসংস্কৃতি অবশ্যই পরিত্যাজ্য।

কওমি স্বীকৃতি ও মঙ্গল শোভাযাত্রা

তিনি আরো বলেন, কোন নাগরিককে তার ঈমান-আকিদা বিরোধী রীতি পালনে বাধ্য করা সংবিধানের মৌলিক নীতিমালার ঘোরতর বিরোধী। যারা জোর করে স্কুল কলেজের শিক্ষার্থীদের উপর এই রীতি চাপিয়ে দেয়ার পাঁয়তারা করছেন, তারা প্রকৃতপক্ষে সংবিধানের মৌলিক নীতিমালা ভঙ্গ করছেন। তিনি বলেন, আমরা মনে করি, দেশ থেকে ইসলামী সভ্যতা, কৃষ্টি-কালচারকে বিতারিত করতেই বিজাতীয় কথিত মঙ্গল শোভাযাত্রার আমদানি করা হয়েছে। তাই মুসলমানদের নিজ নিজ ঈমান হেফাজতে সতর্ক থাকতে হবে।

তিনি আরো বলেন, আমরা দেশীয় রীতি ও সংস্কৃতির বিরোধী নই। তবে সংস্কৃতির নামে অপসংস্কৃতি আমদানি করে মুসলমানদের ঈমান হরণ করার যে কোন আয়োজন তাওহিদী জনতা রুখে দাঁড়াবে। বিবৃতিতে তিনি সরকারের প্রতি পহেলা বৈশাখে দেশের সব সরকারি স্কুল কলেজে ঈমান বিনাশী মঙ্গল শোভাযাত্রা পালনের নির্দেশনা প্রত্যাহারের দাবী জানান।

আরআর

বেফাকভুক্ত হলো যাত্রাবাড়ী মাদরাসা, কমিটিতে আসছেন আল্লামা মাহমদুল হাসান


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ