শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা ইসলামি লেখক ফোরামের বৈঠক অনুষ্ঠিত, আসছে নতুন কর্মসূচি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে উত্তপ্ত খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

islamic_university_bangladesh_islamic_unviersity_gate_iu_gateইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ১০ মেধাবী শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পুরস্কার। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মুঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক তারা এ পদকের জন্য মনোনীত হয়েছেন।

আগামী বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়স্থ শাপলা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে এ পদক তুলে দিবেন বলে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে।

রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, ২০১৩ ও ২০১৪ সালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে যেসব শিক্ষার্থী সর্বোচ্চ নম্বর/সিজিপিএ প্রাপ্ত হয়েছেন তাদেরকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মুঞ্জুরী কমিশন এ পদকের জন্য মনোনীত করেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদের সর্বোচ্চ নম্বর/সিজিপিএ প্রাপ্ত ১০ মেধাবী শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’  এর জন্য মনোনীত হয়েছেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রাপ্তরা হলেন, ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভুক্ত আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ইব্রাহিম আল মামুন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগের নাজমুস সাদাত, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের আব্দুস সালাম, আইন ও শরীয়াহ অনুষদভুক্ত আইন ও মুসলিম বিধান বিভাগের মো: মিফতাহুল হাসান এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের মো: মুসতাসিম বিল্লাহ।

২০১৩ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রাপ্তরা হলেন, ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভুক্ত আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মো: আব্দুল খালেক, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত অর্থনীতি বিভাগের নিশাত আরা সমা, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের মো: মাসুদ রানা, আইন ও শরীয়াহ অনুষদভুক্ত আল ফিক্হ বিভাগের জামিরুল ইসলাম এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভ’ক্ত গনিত বিভাগের শামীম আক্তার।

এআর

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ