সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬


অপূর্ব সুযোগ; ঘুরে আসুন সেন্টমার্টিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

একটানা কাজ করে হাফিয়ে উঠেছেন? খুঁজছেন একটু স্বস্থি। বাইরে কোথাও স্বচ্ছজলে পা ডোবানো কিংবা নীলিমায় দৃষ্টিছোঁয়ার, অথচ সঙ্গী পাচ্ছেন না। আর চিন্তা নেই। অভিজ্ঞ আলেমদের তত্ত্বাবধানে পরিচালিত আত-তাইয়ার ট্রাভেলস এন্ড টুরস আয়োজন করেছে এমন দিগন্ত ছোঁয়া ্ভ্রমণের।

ঢাকা টু সেন্টমার্টিন। একটি মনোমুগ্ধকার আনন্দ ভ্রমণ হয়ে যাক এ মাসেই। সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখনই প্রস্তুতি নিন। খরচও সামান্য।

ভ্রমণের তারিখ : ২৮ মার্চ ২০১৭ (মঙ্গলবার সন্ধ্যা ৬টা)
ভ্রমণের সময় : ২ দিন ২ রাত। (২৮ মার্চ থেকে ৩০ মার্চ)
আসা যাওয়া ও হোটেল খরচ জনপ্রতি মাত্র ৩৭০০/- (তিন হাজার সাতশ টাকা)

যোগাযোগ : মাওলানা ওমর ফারুক মজুমদার
প্রধান পরিচালক, আত তাইয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস
শাওন টাওয়ার, লেভেল-১০, পুরানা পল্টন, ঢাকা।
ফোন : 01976668908, 01917262431

আসন সীমিত, আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন।

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ