শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

গ্যাসের মূল্য বৃদ্ধি জনগাণের প্রতি জুলুম: ইসলামী আন্দোলন বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

islami andolonআওয়ার ইসলাম : দফায় দফায় গ্যাসের মূল্য বৃদ্ধি করে জনগণের জীবন-যাত্রাকে বিপর্যস্ত করে তুলছে সরকার। দূর্নীতি, দুঃশ্বাসন ও কায়েমি স্বার্থবাদের কারণে মধ্য ও নিম্নবিত্ত মানুষের স্বাভাবিক জীবনধারণ যেখানে কষ্টকর, সেখানে বছরে দুবার গ্যাসের মূল্য বৃদ্ধি জুলুম ছাড়া আর কিছুই না।

আজ রবিবার বিকাল ৪ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে পল্টনস্থ নগর কার্যালয়ে আয়োজিত এক প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।

তারা আরও বলেন, একই অর্থবছরে দুবার গ্যাসের মূল্য বৃদ্ধি এটা কোন ভাবেই মানা যায় না। কারণ বাংলাদেশ এনার্জি রেগুলেটারি কমিশন আইনের ৩৪ ধারায় বলা হয়েছে, কমিশন কর্তৃক নির্ধারিত ট্যারিফ কোন অর্থবছরে একবারের বেশি পরিবর্তন করা যাবে না, যদি না জ্বালানি মূল্যের পরিবর্তনসহ অন্য কোন পরিবর্তন ঘটে। কোন ধরণের পরিবর্তন ছাড়াই সরকার একই বছরে দু’দফা গ্যাসের মূল্য বৃদ্ধি করতে যাচ্ছে। যা আদৌ দেশবাসী মানবে না।

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী কাল ১৩ মার্চ জ্বালানী মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান অনুষ্ঠান সফল করার জন্য প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন নগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

সভায় আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, সেক্রেটারী মুহাম্মাদ মোশারফ হোসেন, জয়েন্ট সেক্রেটারী সাবেক ছাত্র নেতা আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান, মুফতী মাছউদুর রহমান, প্রকৌশলী মুহাম্মাদ গিয়াস উদ্দিন, ডাঃ মজিবুর রহমান প্রমুখ।

নেতৃবৃন্দ গ্যাসের মূল্য অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে আগামী ১৩ মার্চ’১৭ইং সোমবার সকাল ১০টায় বাইতুল মুকাররম উত্তর গেইট থেকে জ্বালানী মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান কর্মসূচী সফল করার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান।

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ