শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেম অন্তর্ভুক্তির দাবি হেফাজতে ইসলামের সিংগাইরে হেফাজতে ইসলামের গণসমাবেশ ২৯ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হলে ‘হাত ভেঙে’ দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘জুলাই বিপ্লবে আলেম-শিক্ষার্থীদের অবদান ও প্রত্যাশা’ নিয়ে আলোচনা সভা সোমবার সিলেটে অনুষ্ঠিত বিহানের ‘লেখালেখি ও এডিটিং কর্মশালা’ দেশে ফিরে কর্মফল ভোগ করুন, শেখ হাসিনাকে জামায়াতের আমির রাষ্ট্র সংস্কারে ইসলামবিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না: জাতীয় পরামর্শ সভা যাত্রাবাড়ীতে জাতীয় পরামর্শ সভায় গৃহীত হলো ৭ প্রস্তাব বারিধারায় হেফাজতে ইসলামের পরামর্শ সভা শুরু ফ্যাসিবাদী সরকারের মূল দায়িত্বের কর্মকর্তারা এখনও অটল রয়ে গেছে

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইন্দোনেশিয়ার সাহায্য চাইলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasina9রোহিঙ্গা ইস্যুতে ইন্দোনেশিয়ার সাহায্য চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদোকে অনুরোধ করেছেন রোহিঙ্গা সমস্যা সমাধানে এগিয়ে আসতে।

মঙ্গলবার (০৭ মার্চ) দুপুরের পর জার্কাতায় ইন্দোনেশিয়া প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ অনুরোধ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারত মহাসাগরীয় অঞ্চলের জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) শীর্ষ সম্মেলনের রাষ্ট্র ও সরকার প্রধানদের নিয়ে লিডার সামিট উপলক্ষে ইন্দোনেশিয়া সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মেজর জেনারেল আজমল কবির।

শহীদুল হক বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে বলেছেন, এটা একটা বড় ধরনের সমস্যা। এটা সমাধান করা প্রয়োজন।’ তিনি বলেন, মিয়ানমারের জনগণ রোহিঙ্গারা যারা বাংলাদেশে আছেন তাদের ফিরে যাওয়ার জন্য ইন্দোনেশিয়া যেন একটা রোল প্লে করে, প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন।

সম্প্রতি ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে গিয়েছিলেন। তিনি মিয়ানমার সফরেও গিয়েছিলেন। সে বিষয়টিও আলোচনায় এসেছে বলে জানান পররাষ্ট্র সচিব। বাংলাদেশ রেলওয়েকে ইন্দোনেশিয়া ২৫০টি ক্যারেজ (বগি) সাপ্লাই করেছিল। এ ব্যাপারে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

বাংলাদেশের রেলওয়ের উন্নয়নে আগ্রহ প্রকাশ করে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, রেলওয়েতে ইন্দোনেশিয়া বেশ অগ্রগতি লাভ করেছে। বাংলাদেশের রেলওয়ের উন্নয়নে অবদান রাখতে চাই। বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের ঔষধ শিল্পের অগ্রগতির কথা তুলে ধরে বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান দেশসহ ৭০টি দেশের বাংলাদেশ ঔষধ রপ্তানি করে।

বাংলাদেশের ঔষধ শিল্প নিয়ে ইন্দোনেশিয়া আগ্রহ প্রকাশ করেছে জানিয়ে শহীদুল হক বলেন, দুই দেশের ঔষধ শিল্পের মধ্যে কোনও সহযোগিতার বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ