শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬


ইরাকে সর্ববৃহৎ গণকবরের সন্ধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kabar_irakইরাকে সর্ববৃহৎ গণকবরের সন্ধান পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে। যাতে রয়েছে ৪ হাজারের অধিক মানুষের লাশ।

আইএস নিয়ন্ত্রিত মসুল শহর থেকে আট কিলোমিটার দূরে 'খাসফা' এলাকায় এই গণকবর অবস্থিত।

খাফসায় লাশ মাটিচাপা দেয়ার জন্য কোনো গর্ত খনন করা হয়নি। এখানকার একটি গিরিখাদকে লাশ ফেলার কাজে ব্যবহার করা হযেছে। খাফসা গিরিখাদের নিকটবর্তী 'সানানিক' গ্রামের ৪০ বছর বয়সি অধিবাসী মাহমুদ বলেছেন, ট্রাক, পিক-আপ এবং মিনিবাসে করে শত শত পুলিশ সদস্যকে এই গিরিখাদের কিনারায় নিয়ে আসা হয়। পেছন থেকে হাত এবং চোখ বাঁধা হতভাগ্যদের মাথার পেছনে গুলি করে গিরিখাদের মধ্যে ফেলে দেয়া হতো। এই দৃশ্য গ্রামবাসী দূর থেকে দেখেছেন বলে জানান তিনি।

২০১৪ সালের জুন মাসে ইরাকের উত্তর ও পঞ্চিমাঞ্চলীয় বিশাল এলাকা দখল করে নেয় জঙ্গি গোষ্ঠী আইএস।

এআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ