শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬


জার্মানিতে ভিড়ের মধ্যে ঢুকে গেল গাড়ি, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Germany, hamla, carজার্মানির হেইডেলবার্গের একটি পথচারী এলাকায় দাঁড়িয়ে থাকা মানুষের ভিড়ে চলন্ত গাড়ি তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধ নিহত হওয়ার পাশাপাশি ২ জন আহত হয়েছেন। খবর বিবিসির।

জার্মান পুলিশ দাবি করেছে এটা সন্ত্রাসী হামলা নয়। তাছাড়া হামলার পর গ্রেফতার আক্রমণকারী কোনো শরণার্থীও নয়। তিনি একজন জার্মান নাগরিক। পুলিশের দাবি, ৩৫ বছর বয়সী ওই যুবক মানসিক অবসাদগ্রস্ত ছিলেন।

হামলার ৯৩ বছরের জার্মান বৃদ্ধা হাসপাতালে নেওয়ার পর মারা যান। আহতদের মধ্যে রয়েছেন ৩২ বছর বয়সী এক অস্ট্রিয়ান যুবক ও ২৯ বছর বয়সী এক নারী, যিনি বসনিয়া হার্জেগোভিনার নাগরিক বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। তাদের ইনজুরিও গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে, গত বছরের ডিসেম্বরে বার্লিনে একটি ক্রিসমাস বিপণিবিতানে ট্রাক ঢুকিয়ে দেওয়ার ঘটনা ঘটনা ঘটে। তিউনেশিয়ান শরণার্থীর ওই হামলায় ১২ জন নিহত হন এবং ৪৯ জন আহত হন।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ