শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

মূর্তি একটি নির্দিষ্ট ধর্মের প্রতীক: মুফতি ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

faizul_karim2আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, মূর্তি একটি নির্দিষ্ট ধর্মের প্রতীক। আর মূর্তির মত কোন নির্দিষ্ট একটি ধর্মের বিশ্বাসকে সংখ্যাগরিষ্ঠ মানুষের ওপর চাপিয়ে ধর্মীয় সম্প্রীতিকে ভেঙ্গে দেয়ার গভীর ষড়যন্ত্র। সুপ্রীম কোর্ট প্রাঙ্গণে গ্রীক দেবীথেমিস’-এর মূর্তি স্থাপন করা হচ্ছে, আর একদল কুচক্রি মহল এই মূর্তিকে স্বাধীনতার চেতনার অংশ হিসেবে চালিয়ে দেয়ার অপচেষ্টায় লিপ্ত। তারা মূলত স্বাধীনতার চেতনাকে জলাঞ্জলি দিচ্ছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি১৭) পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি জি.এম. রুহুল আমীন-এর সভাপতিত্বে সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম উপর্যুক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, মুর্তিকে ভাস্কর্য বা যে নামেই অবিহিত করা হোক না কেন বাংলার জমিনে তা হতে দেয়া যাবে না। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ঘোষিত আগামীকাল ১৫ ফেব্রুয়ারি১৭ বুধবার সকাল ১০টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে জমায়েত হয়ে প্রধান বিচারপতি বরাবর স্মারকলিপি পেশ কর্মসূচিকে সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ইশা ছাত্র আন্দোলন-এর শুরা সদস্যদেরকে ছাত্র-সমাজকে নেতৃত্ব দেয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

উক্ত শুরা অধিবেশনে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ ফজলুল করীম মারুফ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ হাছিবুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস.এম এমদাদুল্লাহ ফাহাদ, তথ্য-গবেষণা প্রচার সম্পাদক মুহাম্মাদ ইলিয়াস হাসান, কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক এইচ.এম কাওছার আহমাদ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহসহ কেন্দ্রীয় মজলিসে আমেলা শুরা সদস্যবৃন্দ।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ