সিয়াম বিন আহমাদ
মিটিমিটি হেসে বিদায় দিলাম
শরৎ, হেমন্ত, শীত
তোমায় পেয়ে অপলক চেয়ে
গাইছি সুখের গীত।
এ সুখের নেই অন্ত
আবারো এসেছে বসন্ত।
কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ
ফুটেছে অচেনা অরণ্যে
নয়নাভিরাম চারিদিক জুড়ে
শুধু তোমারই জন্যে।
অলীক বিকেল পড়ন্ত
আবারো এসেছে বসন্ত।
বাতাবি নেবু আমের মুকুলে
সেঁজেছে ঋতুরাজ
নেমেছে শিশির ভেজা
একটু স্রিগ্ধ সাঁঝ।
নীড় ভুলেছে শকুন্ত
আবারো এসেছে বসন্ত।
এআর