শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬


জামিয়াতুস সুন্নাহ'র বার্ষিক মাহফিল আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম, জামিয়ার সাবেক শিক্ষার্থী: দেশের ঐতিহ্যবাহি দীনি বিদ্যাপীঠ জামিয়াতুস সুন্নাহ-এর ২৭তম বার্ষিক ওয়াজ মাহফিল শুরু হচ্ছে আজ৷ জামিয়ার নিজস্ব সুবিশাল প্রাঙ্গণে বিকেল ৩টা থেকে মাহফিলের কার্যক্রম চলবে৷ জামিয়াটি মাদারীপুর জেলার শিবচর থানাধীন বাহাদুপুর ইউনিয়নের দক্ষিণ কান্দি'তে অবস্থিত৷

জামিয়ার প্রতিষ্ঠা বয়স কম হলেও অর্জন অনেক বড়৷ বিগত ৫ বছর ধরে শিক্ষাগত মান/ভালো রেজাল্টের দিক থেকে 'বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশে'র অধীনে কেন্দ্রীয় পরীক্ষাগুলো সার্বিকভাবে এ জামিয়াটি ১ম স্থান অর্জন করে আসছে৷

এ বছর বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় স্টার মার্ক পেয়ে মেধা তালিকায় উত্তীর্ণ হয়ছে মোট ১৫৩ জন শিক্ষার্থী৷ এর মধ্যে দাওরায়ে হাদিসে ৩জন ও হিফজ বিভাগে ৩ জন৷

আজকের মাহফিলে ওই ১৫৩ জনসহ মাদরাসার বার্ষিক পরীক্ষায় ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারীদের বিশেষভাবে পুরস্কৃত করা হবে৷ ওদিকে গত বছর দাওরা হাদিস ফারেগ ৭৬ জন মাওলানা এবং হিফজ ফারেগ ৪৮ জন হাফেজকে সম্মানের পাগড়ি প্রদান করা হবে৷

আজকের মাহফিলে প্রধান মেহমান থাকবেন যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম, জামিয়াতুস সুন্নাহর প্রধান মুরুব্বী, মজলিসে দাওয়াতুল হকের আমির, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান! বিশেষ অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির ও চরমোমাইর পীর হজরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম! বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন,পবিত্র মক্কা নগরীর শুহাদা মসজিদের খতিব, ড.শায়খ মুহাম্মদ হাসসান আশ শারয়ী!

জামিয়াতুস সুন্নাহ'র প্রতিষ্ঠাতা, দেশের শীর্ষ ব্যবসায়ী, বিখ্যাত দানবীর জনাব আলহাজ্ব বাদশাহ মিয়ার সভাপতিত্তে ও বর্তমান মুহতামিম হজরত আল্লামা নেয়ামাতুল্লাহ আল ফরিদী’র দিক নির্দেশনায় মাহফিলে দেশ বরেণ্য অন্যন্য উলামা মাশায়েখগণও বয়ান পেশ করবেন বলে জানা গেছে৷ এছাড়া ব্যাপকভাবে স্থনীয় উলামায়ে কেরামের উপস্থিতিরও কথা রয়েছে৷

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ