শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

খেলাফত মজলিস সিলেট জেলার কমিটি পুনর্গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sylhet14ইমদাদ ফয়েজী

খেলাফত  মজলিস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক মজলিসে শূরা অধিবেশনে ২০১৭-১৮ সেশনের জন্য যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পূন:নির্বাচিত হয়েছেন মাওলানা সৈয়দ মুশাহিদ আলী এবং মাওলানা নেহাল আহমদ।

শূরা অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা করেন, খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের।

জেলা সভাপতি মাওলানা সৈয়দ মুশাহিদ আলীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নির্বাহি সদস্য ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা আইয়ূব আলীর পরিচালনায় অনুষ্ঠিত অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য প্রিন্সিপাল সৈয়দ মুহিবুর রহমান, যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী, কেন্দ্রীয় নির্বাহু সদস্য ও সিলেট জোনাল ইনচার্জ খান মোহাম্মদ নজরুল ও ডা. এ এ তাওসীফ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি অধ্যাপক বজলুর রহমান, সহ সভাপতি আবদুল হান্নান তাপাদার, অধ্যক্ষ আবদুল হান্নান ও সাধারণ সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

সুবর্ণ সুযোগ; কাজে লাগান

দ্বি-বার্ষিক শূরা অধিবেশনে চলতি ২০১৭-১৮ সেশনের জন্য জেলা শাখার ২৪সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহি কমিটি এবং ২১সদস্য বিশিষ্ট জেলা উপদেষ্ঠা কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি মাওলানা সৈয়দ মুশাহিদ আলী, সহ সভাপতি মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম, ডা. শাহিদ আহমদ, মাওলানা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ, সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ, সহ সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ ফজর আলী, মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা দিলওয়ার হুসাইন, মাওলানা অলিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আবদুল ওয়াদুদ, প্রশিক্ষণ সম্পাদক শায়খ মাওলানা আবদুল্লাহ আল হাদী, বায়তুল মাল সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ, শিক্ষাবিষয়ক সম্পাদক মাওলানা সৈয়দ আলী আসগর, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা ইমদাদুল হক নো’মানী, সমাজ কল্যাণ সম্পাদক হাফিজ ছৈদুর রহমান চৌধুরী, অফিস ও প্রচার সম্পাদক মাওলানা আশিকুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবদুল কাইয়ূম, সদস্য মনোনিত হন শাহাদাত হুসেন, শায়খ মাওলানা কামরুল ইসলাম, মাওলানা কাওসার আহমদ চৌধুরী, মুফতী তাজুল ইসলাম মুহসিন, মাওলানা জাফর আহমদ সিরাজী, মুফতী আবদুল হান্নান ও ডা. মাওলানা এনামুল হক।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ