শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬


পশ্চিম তীরের ফিলিস্তিনিদের হটিয়ে বসতি স্থাপনের আইন ইসরায়েলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

filistin_west_bankআওয়ার ইসলাম: অনেক আপত্তি আর অভিযোগ সত্ত্বেও পশ্চিম তীরে বসবাসরত ফিলিস্তিনিদের হটিয়ে সেখানে বসতি স্থাপন করার আইন পাশ করেছে ইসরাইল।

দেশটির পার্লামেন্টে পাশ হওয়া বিতর্কিত এই আইনের বলে পশ্চিম তীরে থাকা চার হাজার বাড়ি নিলামে তোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিবিসি জানায়, দেশটির সংসদে এই আইনটি ৬০-৫২ ভোটে পাশ করেছে। সেখানে বলা হয়েছে, ফিলিস্তিনের যারা এসব জমির মূল মালিক তাদের হয় অর্থ নয়তো বিকল্প জমি দিয়ে ক্ষতিপূরণ দেয়া হবে।

এদিকে বিষয়টি নিয়ে এখনো দৃঢ়ভাবে কিছু জানায়নি ট্রাম্প প্রশাসন। বারাক ওবামা প্রশাসনের চাপের মুখে দীর্ঘদিন ইসরাইলের আগ্রাসন বন্ধ ছিল। কিন্তু ট্রাম্পের এই নিশ্চুপ অবস্থানের কারণে ইসরাইল তার আগ্রাসন আরো গতিশীল করতে পারে বলে ধারণা প্রকাশ করেছে বিশেষজ্ঞরা।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ