শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬


কানাডার মসজিদে নিহতদের জানাজায় অংশ নিয়ে কাঁদলেন ট্রুডো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trudo_kanada

আওয়ার ইসলাম: কানাডার কুইবেকের মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত ৬ মুসলিমের জানাজা শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে মুসলিম ধর্মাবলম্বীদের পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার সঙ্গীরাও অংশ নেন।

আন্তর্জাতিক মিডিয়ার খবরে জানা যায়, মুসলিমদের জানাজায় অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন এবং সন্ত্রাস মোকাবেলায় জাতীয় ঐক্যের ডাক দেন।

গত রোববার কুইবেকের একটি মসজিদে ঘটে যাওয়া বন্দুকধারীর হামলায় অন্তত ৬ জনের প্রাণহানি ঘটে।

জানাজায় অংশ নিয়ে ট্রুডো বলেন, আমাদের প্রাত্যহিক জীবনের অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্বদানকারী প্রত্যেকেই এ জন্য দায়ী। আমরা যা করছি; তা আমাদের প্রতিনিধিত্ব করছে, কানাডার প্রতিনিধিত্ব করছে, দেশের প্রতিনিধিত্ব করছে। মুসলিমরাও এদেশের প্রতিনিধিত্ব করেন।

জানাজায় মুসল্লিদের উদ্দেশ্যে আস-সালামু-আলাইকুম বলে শুরুতেই সালাম দেন ট্রুডো। এ সময় সবাই কানাডার প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। ট্রুডো বলন, ‘আমি কুইবেকের মুসলিমদের বলতে চাই, আপনারা একা শোকগ্রস্ত নন আমরা সবাই কুইবেকারস।’

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ