সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬


অজব জুতোঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

juta_basaআওয়ার ইসলাম: ছোটবেলা স্বপ্ন দেখেছিনে ফিলিপস। ব্যতিক্রম কিছু করবেন। শুরুও করলেন। বানিয়ে ফেললেন জুতোঘর। এখন সেখানে তিনি দিব্যি বসবাসও করছেন।

ড্যান ফিলিপস একজন চিত্রশিল্পী। নিজের শহর টেক্সাসের হিউস্টেন গড়ে তুলেছেন কাঠ ও কর্কের অদ্ভুত এক ‘কাউবয় জুতা’ বাড়ি।

তবে জুতো ভেবে বাড়ির আকার নিয়ে ভয় পাবেন না! কারণ, ফিলিপসের বানানো বাড়িটির আকার যে ৭১১ বর্গফুট, যেখানে রয়েছে আধুনিক সব সুযোগ-সুবিধা।

এ ছাড়া জুতাসদৃশ অংশের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে মূল ঘর। যেখানে রয়েছে দুটি থাকার কক্ষ, রান্নাঘর, প্রসাধন কক্ষ। সে বাড়ি তৈরিতে ব্যবহার করা হয়েছে কাঠ, কর্ক, পুরোনো সিডি এমনকি পুরোনো ছবির ফ্রেমও।

ফিলিপস নিজে যেমন থাকছেন, সেটা আবার উন্মুক্ত করেছেন সাধারণ মানুষের জন্যও। তবে এ বাড়িতে এক মাস থাকতে আপনাকে গুনতে হবে মাত্র এক হাজার পাউন্ড!

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ