মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৬ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :
ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ফলাফল প্রকাশ; পাসের হার ৯৯.৪৯% জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে বিলোপ করা সম্ভব নয়: নাহিদ ইসলাম ফেসবুকে উপদেষ্টা মাহফুজের ‘মব’ নিয়ে পোস্ট, যা বলল ঢাবি ছাত্রশিবির ইফতা, আদবসহ বিভিন্ন বিভাগে ভর্তি নিচ্ছে উত্তরার মাদরাসাতুল আযহার লালমাটিয়ায় দুই তরুণীকে সিগারেট খেতে না করা সেই রিংকুকে গ্রেফতার ‘অপরাধের সাম্প্রতিক ব্যাপকতার পেছনে পরাজিত শক্তির রাজনীতি ক্রিয়াশীল' একদিনে ২৯ হাজার কুরআনের কপি বিতরণ সৌদি আরবের ‘দ্রুত বিচার আইনের মাধ্যমে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’ নির্মাণাধীন ভবনের কাঠ পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু  ১১ তম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম

মাত্র ২১ দিনে হাফেজ হয়ে তাক লাগাল মাশহুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমদাদ ফয়েজী
সিলেট

hafez_sylhetমাদরাসায় ভর্তির ২১ দিনের মাথায় পূর্ণ কুরআন মাজিদ মুখস্থ করে সিলেটবাসীকে অবাক করে দিয়েছে হাফেজ মাশহুদ হোসাইন।

জানা গেছে, সে সিলেট নগরীর কাজীটুলাস্থ মারকাযু শায়খিল ইসলাম আল-আমিন মাদরাসায় গত ১৩ ডিসেম্বর ভর্তি হয়ে কুরআন মুখস্থ করা শুরু করে। মধ্যখানে দু'দিন সিলেট ইজতেমা মাঠে অবস্থান করে পূনঃরায় মুখস্থ করা শুরু করে এবং মোট ২১দিনে ৩০পারা কোরআন শরীফ হিফজ সম্পন্ন করে।

হাফেজ মাশহুদ হোসাইনের জন্ম ২০০৬ সালের পহেলা মার্চ। সে কানাইঘাট উপজেলার উত্তর লক্ষীপ্রসাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে। তার বাবা আব্দুর রহিম ও একজন হাফিজে কোরআন। ২০১৬ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে এ গ্রেডে উত্তীর্ণ হয়। পরে মা-বাবার আগ্রহে কানাইঘাট থেকে সিলেট কাজীটুলাস্থ মারকাযু শায়খিল ইসলাম মাদরাসায় তাকে ভর্তি করে দেয়া হয়।

গত ৬ জানুয়ারি মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে মাদরাসা মসজিদে তার সম্মানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এদিকে গত ২৮ জানুয়ারি শুক্রবার সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত বিশ্বসেরা হাফিজ ক্বারীদের তেলাওয়াত সম্মেলনে কিশোর বালক মাশহুদ পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করে এসময় হাজার হাজার জনতা তাকে একনজর দেখার জন্য ভিড় জমান। অনেকেই তাকে নগদ টাকা পুরস্কার প্রদান করেন।

ইমাম সমিতির আহবানে জনৈক ধর্ম ও শিক্ষানুরাগী ব্যক্তি তার শিক্ষা অর্জনের যাবতীয় ব্যয়ভার গ্রহনের জন্য সম্মত হয়েছেন বলে জানা গেছে।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ