শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খাগড়াছড়ি-রাঙামাটি পরিদর্শনে যাচ্ছেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আল্লামা মাহমুদুল হাসানের আহ্বানে সর্বস্তরের আলেমদের নিয়ে পরামর্শ সভা শুরু মসজিদে শোরগোল নিয়ে রাসূল সা. যেভাবে সতর্ক করেছিলেন ভারতের বিদ্যুৎ বিল পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ জয়পুরহাটে ১৫৫ মণ সরকারি চাল সহ আটক দুই তাপপ্রবাহ নিয়ে নতুন সংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’

ট্রাম্প ইসলাম বিদ্বেষী নয় বরং ভুল ধারণার শিকার: মাওলানা মাসউদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

16387110_1368528556543264_6493390851809348244_nআওয়ার ইসলাম : ইকরা বাংলাদেশের চেয়ারম্যান ও জামিয়া ইকরার মহাপরিচালক মাওলানা ফরীদ ঊদ্দীন মাসউদ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইসলাম বিদ্বেষী নয় বরং ইসলামের প্রতি তার ভুল ধারণা রয়েছে।

বাংলাদেশ কন্সুলেট জেনারেল, নিউইয়র্ক কর্তৃক আয়োজিত ‘সন্ত্রাসবাদ বিরোধী এক আলোচনা সভায়’ বাংলাদেশের প্রখ্যাত আলেম, মাওলানা মাসউদ প্রশ্নোত্তর পর্বে উক্ত মন্তব্য করেন।

মূখ্য আলোচকের বক্তৃতায় তিনি বলেন, ট্রাম্প মুসলমান সম্পর্কে যা বলেছেন বা যা করছেন তা গুটি কয়েক বিপথগামী সন্ত্রাসীদের কর্মকান্ডের কারণেই বলছেন বা করছেন। যার জন্য আমরা মুসলমানরাই দায়ী।

গত শুক্রবার, ২৭ জানুয়ারি ২০১৭ সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে এন্ট্রি টেরোজিজম এওয়ারন্যাস ইউনিট প্রধান ইমাম কাজী কায়্যূম ও বদরপুর দরবার শরীফের পীরে তরীকত আল্লামা ড: সায়্যিদ মুতাওয়াক্কিল বিল্লাহ রাব্বানীও উপস্থিত ছিলেন।

মাওলানা মাসউদ ইসলামের আলোকে সন্ত্রাসবাদের বিপক্ষে একটি ফতোয়ার বইও রচনা করেছেন। যা দেশে বিদেশে প্রচুর সমাদৃত হয়েছে। কনসাল জেনারেল শামীম আহসানের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। 

মাওলানা মাসউদ বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই। ইসলাম শুধু মানুষ নয়, বিনা প্রয়োজনে একটি পিঁপড়া হত্যাকেও জায়েজ করে না।
ইসলামের নামে সন্ত্রাস চালিয়ে নিরীহ মানুষ হত্যার পর ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া জাতির জন্য মঙ্গল এনে দিতে পারে না।তিনি জঙ্গিবাদ মোকাবিলায় প্রবাস থেকে বাংলাদেশিদের সহযোগিতা করার আহবান জানান।

সূত্র : এন্ট্রি টেরোজিজম এওয়ারন্যাস ইউনিট প্রধান ইমাম কাজী কায়্যূম-এর ফেসবুক ওয়াল থেকে নেয়া। যিনি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ