মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৬ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

২৭ দিন ধরে নিখোঁজ হাফেজ নূর মোহাম্মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hafez_nikhojগফরগাঁও: ২৭ দিন ধরে নিখোঁজ ময়মনসিংহের গফরগাঁওয়ে নূর মোহাম্মদ মুক্তি (১১)। সে চরআলগী ইউনিয়নের চরমছলন্দ কুরতলী পাড়ার হাজী উসমান আলী হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র।

জানা যায়, গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় নিখোঁজ হয় নূর মোহাম্মদ। গফরগাঁও থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।

পুলিশ ও নিখোঁজ ছাত্রের পরিবার বলছে, ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. নুরুজ্জামান মিয়া ২৫ ডিসেম্বর রাতে ওয়াজ মাহফিল শেষে মাদরাসায় এসে জানতে পারেন মুক্তিকে সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে ওই শিক্ষক রাতেই মুঠোফোনে মুক্তির নিখোঁজ হওয়ার বিষয়টি তার পরিবারের লোকজনকে জানান।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম বলেন, মাদরাসাছাত্র নিখোঁজের ঘটনায় গত ৮ জানুয়ারি সন্ধ্যায় নিখোঁজ ছাত্রের মামা আজিজুল হক গফরগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বিভিন্ন থানায় এই মাদরাসাছাত্রের নিখোঁজের সংবাদ জানানো হয়েছে।

এআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ