শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খাগড়াছড়ি-রাঙামাটি পরিদর্শনে যাচ্ছেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আল্লামা মাহমুদুল হাসানের আহ্বানে সর্বস্তরের আলেমদের নিয়ে পরামর্শ সভা শুরু মসজিদে শোরগোল নিয়ে রাসূল সা. যেভাবে সতর্ক করেছিলেন ভারতের বিদ্যুৎ বিল পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ জয়পুরহাটে ১৫৫ মণ সরকারি চাল সহ আটক দুই তাপপ্রবাহ নিয়ে নতুন সংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’

ইসলাম ও মুসলিম নিয়ে মিডিয়ার ভূয়া খবর যাচাই ও সংশোধন করানোই যার কাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাজ্যের এক ব্যক্তি মিকদাদ ভার্সি,

গত বছর একটি পত্রিকা প্রতিবেদনে যুক্তরাজ্যে মুসলিমদের সংখ্যা নিয়ে প্রতিবেদন করেছিল এবং সে খবর নিয়ে চ্যালেঞ্জ করেছিলেন মিকদাদ ভার্সি। ভ্রান্তিমূলক বলে ওই খবরকে চ্যালেঞ্জ করেছিলেন তিনি।

পূর্ব লন্ডনে মুসলিম কাউন্সিলে কাজ করেন মিকদাদ ভার্সি। তিনি এ সংগঠনের সহকারি সেক্রেটারি জেনারেল। কিন্তু তিনি ব্যক্তিগত ইচ্ছা থেকে কিছু কাজ করে থাকেন।

মি: ভার্সি প্রতিদিনের খবরের কাগজে ইসলাম ও মুসলিম সম্পর্কে যেসব খবর আছে সেগুলো গবেষণা করেন। খবরে কোনও ভুল থাকলে বা অপ্রাসঙ্গিক কিছু থাকলে সেগুলো তিনি চ্যালেঞ্জ করেন ও সংশোধনের চেষ্টা করেন।

কোনও একটি খবর ভুল পেলে সেটি সংশোধনের আেদন জানান ওই সংবাদ মাধ্যমকে এবং সংবাদ নিয়ন্ত্রক সংস্থাকে।

মি: ভার্সি গত নভেম্বর থেকে এ কাজ করে যাচ্ছেন এবং এ পর্যন্ত পঞ্চাশটি খবর চ্যালেঞ্জ করেছেন তিনি যার ফলাফলও ছিল দৃশ্যমান।

বিবিসির এক অনুষ্ঠানে মি: ভার্সি বলেছেন, বড় বড় পত্রিকার খবরগুলো ভুল কিনা সেটা কেউ যাচাই করে দেখছে না, সেজন্য তিনি এমনটি করছেন।

"অনেক আর্টিকেল এমন আছে যা মুসলিমদের নিয়ে বিভ্রান্তি ছড়ায়। আর মুসলিম সম্প্রদায়ের মধ্যেই এগুলো ছড়িয়ে যায় ও সংবাদ মাধ্যমও তা নিয়েই মেতে থাকে। আর কেউ বলছেওনা এটা সত্য নয়" বলছিলেন মি: ভার্সি।

সূত্র: বিবিসি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ