সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

স্যান্ডেলে মহাত্মা গান্ধী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

gandhiআওয়ার ইসলাম: এর আগে পাপোশে ভারতীয় পতাকা ছাপা হয়েছিল। এই নিয়ে বিতর্কও কম হয়নি। এবার সেন্ডেলে দেখা গেল মহাত্মা গান্ধীর ছবি।

অ্যামাজনের মার্কিন পোর্টালে এই ‘গান্ধী ‌ফ্লিপ ফ্লপস’‌ স্যন্ডেল বিক্রি হচ্ছে। দাম ১৬.‌৯৯ পাউন্ড বা প্রায় ১২০০ টাকা। টুইটারে কয়েক জন বিষয়টি পোস্ট করে ভারতের প্রধানমন্ত্রী মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে ট্যাগও করেছেন। যদিও এই নিয়ে তারা সরাসরি কোনও মন্তব্য করেনি।

শনিবার অনলাইন সংস্থা অ্যামাজনকে ক্ষোভ জানিয়ে চিঠি পাঠানো হয়। সেই চিঠিতে লেখা হয়, ‘‌অ্যামাজনের অবশ্যই ভারতীয় মূল্যবোধকে সম্মান করা উচিত।’‌

এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ জানালেন, ‘‌পাপোসে ভারতীয় পতাকার ছবি নিয়ে অ্যামাজনের সঙ্গে ওয়াশিংটনে ভারতীয় রাষ্ট্রদূতদের কথা বলতে নির্দেশ দেওয়া হয়েছে। তৃতীয় কোনও পক্ষ অ্যামাজনের জিনিস বিক্রি করলেও তাদের ভারতীয় মূল্যবোধকে সম্মান জানাতে হবে। ’‌

সম্প্রতি সংস্থাটির কানাডার ওয়েবসাইটে ভারতীয় পতাকা ছাপা পাপোস বিক্রি হওয়ার ঘটনা সামনে আসে। এই নিয়ে কড়া বার্তা দেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি জানান, ‘অ্যামাজনের কর্মকর্তা, কর্মীদের ভারতের ভিসা দেওয়া হবে না।’

এরপর বৃহস্পতিবার ভারতে সংস্থার ভাইস প্রেসিডেন্ট অমিত আগরওয়াল সুষমা স্বরাজকে চিঠি লিখে ক্ষমা চান। তিনি জানান, ‘অ্যামাজন সব সময় ভারতের আইন এবং রীতিনীতিকে সম্মান করে। কানাডায় এসব জিনিস বিক্রি করে তৃতীয় পক্ষ। তারাই এই অসম্মান করেছে।’

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ