মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৬ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

কিশোরগঞ্জে অনুষ্ঠিত হলো হিফজুল কোরআন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kishorganj3মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ থেকে : হুফফাজুল কোরআন ফাউন্ডেশন এর পক্ষ থেকে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা সারা দেশের মতো কিশোরগঞ্জেও অনুষ্ঠিত হয়।

রবিবার সকাল ৮ টায় শুরু হওয়া এ প্রতিযোগিতা ক্রমান্নয়ে প্রথম রাউণ্ড, দ্বিতিয় রাউন্ড ও বাদ মাগরিব পুরুষ্কার বিতরণীর মাধ্যমে সমাপ্তি ঘটে।

পাচঁ, দশ, বিশ, ও ত্রিশ পারা গ্রুপে মোট ৯০০ শত ৪৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এবং প্রত্যেক গ্রুপের ১৫ জনকে আকর্ষণীয় পুরষ্কারে পুরষ্কৃত করা হয়। প্রত্যেক প্রতিযোগিকে শান্তনা পুরস্কার হিসেবে ১টি আকর্ষণীয় মগ ও চাবির রিং দেওয়া হয়।

ত্রিশ পারা গ্রুপের প্রথম স্থান অর্জন করে আকর্ষণীয় পুরষ্কার ফ্রিজ নিজের করে নেন কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়ায়ার ছাত্র আব্দুল্লাহ আল মু্হসিন।

এ প্রতিযোগিতা অনুষ্ঠানে দেশবরেণ্য আলেম ও আন্তরজাতিক ক্বারী সাহেবগন বিচারক হিসেবে উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে আল্লামা আনোয়ার শাহ আজকের আয়োজনকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনেও সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশা ব্যক্ত করেন।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ