শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

আজ দুটি বয়ানসহ কাল হেদায়েতি বয়ান ও মোনাজাত করবেন মাওলানা সাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sad_ijtemaআওয়ার ইসলাম: টঙ্গীতে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার আজ দ্বিতীয় দিন। শুক্রবার ফজরের পর আম বয়ানের মাধ্যমে শুরু হয় বিশ্ব ইজতেমা। আগামী কাল রবিবার দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের ৫২ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

বিশ্ব ইজতেমার নিয়ম অনুযায়ী আজ সকাল দশটায় ওলামা হজরতদের উদ্দেশে খাস বয়ান অনুষ্ঠিত হবে। এতে বয়ান করবেন দিল্লির নিজামুদ্দীন মারকাজের মুরব্বির মাওলানা সাদ কান্ধলভী। আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এছাড়াও আজ বাদ মাগরিব আম বয়ানসহ আগামী কাল হেদায়েতি বয়ান ও মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ।

গতকাল ইজতেমার আমিরে ফয়সাল ছিলেন তিনি। আজ এবং আগামীকালও তিনিই ইজতেমার আমিরে ফয়সাল থাকবেন বলে জানা গেছে।

শুক্রবার ইজতেমার ময়দানে বৃহত্তর জুমা অনুষ্ঠিত হয়েছে। মাত্র ১৭ টি জেলা এবারের ইজতেমায় অংশ নিলেও কানায় কানায় পূর্ণ দেখা গেছে ইজতেমা ময়দান। কোথাও তিল পরিমাণ জায়গা নেই।

ইজতেমায় এ পর্যন্ত ৭ মুসল্লির মৃত্যু হয়েছে। প্রচণ্ড শীত ও বার্ধক্যজনিত কারণে তারা মারা যান বলে জানা গেছে।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ