মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৬ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

বরগুনায় ধর্ম নিয়ে কটূক্তি করায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dharma_obamananaআওয়ার ইসলাম: ইসলাম নিয়ে কটূক্তি করার অভিযোগে বরগুনার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লিমন ফকির ও আসাদ নূর নামে দুই ব্যক্তির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ আইনে মামলা হয়েছে।

ইসলামিক আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সভাপতি মুফতি ওমর ফারুক গতকাল এ মামলা করেন।

আদালতের বিচারক বৈজয়ন্ত বিশ্বাস মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে গণ্য করে আমতলী থানার ওসিকে তদন্তের আদেশ দিয়েছেন।

জানা গেছে, আমতলী পৌরশহরের ৭নং ওয়ার্ডের বাসিন্দা বাবুল ফকিরের বখাটে ছেলে লিমন ফকির ও তার বন্ধু আসাদ নূর গত মঙ্গলবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক লেখা লেখে। এ লেখা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় গতকাল তাদের দুজনের বিরুদ্ধে অভিযোগ এনে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাওলানা মুফতি ওমর ফারুক তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ আইনের ২০০৬ সালের ৫৭(১)(২) ধারায় মামলা করেছেন।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ