শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার 'উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব'   নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

বিমানকর্মীর সততার পুরস্কার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

puroskarআওয়ার ইসলাম: উড়োজাহাজে ফেলে যাওয়া ৩২৮৫ পাউন্ড (তিন লাখ টাকার বেশি) এক লন্ডন প্রবাসীকে ফিরিয়ে দিয়ে নিজের কর্মস্থলে প্রশংসিত হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মী।

মোহাম্মদ আশরাফ আল কাদের হ্যাপী নামের ওই কেবিন ক্রুর হাতে বিমানের ব্যবস্থাপক মোসাদ্দেক আহমেদ রোববার প্রশংসাপত্র তুলে দিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘সততার স্বীকৃতি’ হিসেবে তাকে ওই প্রশংসাপত্র দেওয়া হয়েছে।

বিমানের জনসংযোগ বিভাগের জিএম শাকিল মেরাজ বলেন, গত ১৪ ডিসেম্বর বিমানের লন্ডন- ঢাকা রুটের বিজি-০০২ ফ্লাইটের পার্সার আশরাফ আল কাদের হ্যাপী উড়োজাহাজে লন্ডন প্রবসী শামীম আহমেদ চৌধুরীর হারিয়ে যাওয়া ৩২৮৫ পাউন্ড পান। পরে তিনি যোগাযোগ করে ২৯ ডিসেম্বর মোহাম্মদপুরের এক বাসায় গিয়ে শামীমকে টাকাগুলো ফেরত দেন।

শাকিল মেরাজ জানান, ওই দিন ফ্লাইটটি লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ার সময় ফ্লাইটের একজন যাত্রী হ্যাপীর দৃষ্টি আকর্ষণ করে সিট পকেটে পড়ে থাকা একটি পলিথিন প্যাকেট ফেলে দেওয়ার জন্য অনুরোধ করেন।

“প্যাকেটটি যাত্রীদের সামনে দিয়ে নেওয়া শোভন হবে না চিন্তা করে হ্যাপী তা নিজের ইউনিফর্মের পকেটে ঢুকিয়ে নেন। পরে ফেলে দেবেন বলে চিন্তা করেছিলেন। তবে তিনি তা করতে ভুলে যান।

“ফ্লাইটটি সিলেট হয়ে ঢাকায় আসার পর বাসায় গিয়ে হ্যাপী দেখতে পান, ওই প্যাকেটে ৩ হাজার ২৮৫ পাউন্ড এবং একটি কাগজে লন্ডনের একটি ফোন নম্বর রয়েছে।”

পরে লন্ডনের ওই নম্বরে ফোন করে হ্যাপী টাকার মালিকের সন্ধান পান। শামীম ঢাকায় আসার পর ২৯ ডিসেম্বর মোহাম্মদপুরে ওই বাসায় গিয়ে পাউন্ডগুলো তার হাতে তুলে দেন।

হারানো টাকা ফিরে পেয়ে খুশি শামীম আহমেদ চৌধুরী সংবাদমাধ্যমকে  বলেন, “ঘটনাটি স্বপ্নের মতো লাগছে। দেশে এখনো অনেক ভালো মানুষ আছেন।

“অনেক উন্নত দেশেও এত টাকা ফেরত পাওয়া কঠিন। এই দৃষ্টান্তে দেশ এবং জাতীয় এয়ারলাইন্স নিয়ে গর্ববোধ হচ্ছে।”

ক্রেবিন ক্রু হ্যাপী প্রয়াত সাংবাদিক এবিএম মূসার ভাগ্নে।

তিনি সংবাদমাধ্যমকে  বলেন, “এটা নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে পেরে ভালো লাগছে।”

 

ডিএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ