বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ।। ২৮ কার্তিক ১৪৩১ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬


৫ জানুয়ারি বিএনপি মাঠে নামতে পারবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hanifআওয়ার ইসলাম: দশম জাতীয় সংসদ নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তি আসছে ৫ জানুয়ারি। সেদিন বিএনপিকে রাজপথে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না শুক্রবার রাজধানীতে ক্ষমতাসীন দলের এক যৌথসভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এই ঘোষণা দিয়েছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচি নিয়ে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এই যৌথসভার আয়োজন করে ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগ।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিনটিকে আওয়ামী লীগ ‘গণতন্ত্রের বিজয় দিবস’ এবং বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে।

২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপি জামায়াত জোট রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েও বের হতে পারেনি। পরে সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লাগাতার অবরোধের ঘোষণা দেয়। পরের বছরও দুই জোটের পরস্পরবিরোধী কর্মসূচি নিয়ে উত্তেজনা তৈরি হয়।

দশম সংসদ নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তির দিনটিতে আওয়ামী লীগ রাজধানীতে দুটি স্থানে সমাবেশের ডাক দিয়েছে। আর বিএনপি রাজধানীতে কোনো কর্মসূচি না রাখলেও জেলায় জেলায় সমাবেশের ঘোষণা দিয়েছে। রাজধানীতে তারা সমাবেশের ডাক দিয়েছে ৭ জানুয়ারি।

হানিফ বলেন, ‘৫ জানুয়ারি বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পলন করবে আর বাংলার মানুষ বসে থাকবে না। বাংলার জনগণ এটা মেনে নেবে না।’

বিএনপি ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করে ভুল করেছে বলেও মনে করেন হানিফ। তিনি বলেন, ওই নির্বাচনের আগে বিএনপি শত শত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। ভোট কেন্দ্র জ্বালিয়ে দিয়েছে।... আমরা গণতন্ত্র রক্ষা করেছি আর বিএনপি জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে গণতন্ত্রকে হত্যার চেষ্টা করেছে।’

আগামী সংসদ নির্বাচনে বিএনপি আর সেই ভুল করবে না বলেও মনে করেন হানিফ। বর্জন বা আন্দোলনের চিন্তা না করে আওয়ামী লীগের অধীনেই একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নেয়ার পরামর্শ দেন তিনি।

ডিএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ