শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ।। ১ চৈত্র ১৪৩১ ।। ১৪ রমজান ১৪৪৬


জার্মানির কারাগারে প্রথমবারের মতো নামাজখানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

german_zelআওয়ার ইসলাম: উত্তর জার্মানির নিডারজাখসেন অঙ্গরাজ্যের রাজধানী হানোফার (Hannover) কারাগারে মুসলিম বন্দিদের জন্য একটি নামাজখানা নির্মাণ করা হয়েছে। এর আগে জার্মানির কোনো কারাগারে নামাজের জন্য অালাদা স্থান ছিলো না।

নবনির্মিত প্রায় ৬০ বর্গমিটার আয়তনের নামাজখানায় একসঙ্গে ৫০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

এ প্রসঙ্গে এক কারা কর্মকর্তা জানিয়েছেন, হানোফার এলাকার মুসলমানদের সহযোগিতা এবং তাদের সঙ্গে ভালো সম্পর্কের কারণে মুসলিম বন্দিদের জন্য এই নামাজখানাটি নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে মুসলিম বন্দিদের কোরআন শেখানোর ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।

হানোফার কারাগারের মুসলিম বন্দিদের মানসিক সমর্থন এবং মানসিক চিকিৎসার জন্য প্রায় ৩০ জন মুসলিম সাইকোলজিস্ট কর্মরত আছেন বলে জানা গেছে।

আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ