সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬


বোরকা পরে এটাও সম্ভব!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

borka_hijab_amiratআওয়ার ইসলাম: স্ত্রী ক্যামেলিয়াকে নিয়ে ব্রিটিশ যুবরাজ চার্লস সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফরে গিয়েছিলেন । এ সফর উপলক্ষ্যে সর্বত্র ছিল নিখুঁত নিরাপত্তা বেষ্টনির ব্যবস্থা। স্ত্রী ক্যামেলিয়ার নিরাপত্তার জন্য ছিল বোরকা পরিহিতা নারী কমান্ডো। বোরকা পরিহিতাদের দেখে চমকে ওঠেছেন যুবরাজপত্নী। সংবাদ কলকাতা২৪ এর।

ক্যামেলিয়ার নিরাপত্তায় থাকা পাঁচ নারী কমান্ডোর প্রত্যেকেরই গতি বিদ্যুতের মত এবং প্রত্যেকেই মার্শাল আর্টে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। চার্লসপত্নীর নিরাপত্তায় নিয়োজিত কমান্ডো এই পাঁচ নারী সে দেশের এলিট প্রাইভেট প্রেসিডেন্সিয়াল গার্ডের সদস্য।

আরব বিশ্বের ঐতিহ্য নারীর পর্দাপ্রথা মেনেই তারা নিরাপত্তাকর্মী হিসেবে কর্মক্ষেত্রে আছেন। হিজাবই তাদের ইউনিফর্ম। হিজাবের আড়ালেই থাকে নিরাপত্তা দেয়ার জন্য আগ্নেয়াস্ত্র।

সংযুক্ত আরব আমিরাত সরকারের এই বিশেষ বাহিনীর সদস্য ৫০ জন। এদেরই পাঁচজন ছিলেন ব্রিটেনের যুবরাজের স্ত্রী ক্যামেলিয়ার নিরাপত্তায়।নেতৃত্বে ছিলেন লে. সামা আল কাবি।

আবুধাবি বিমানবন্দরে পাঁচ নারী কমান্ডোকে দেখে, চমকে গেছেন চার্লসপত্নী এবং তার সঙ্গে আসা ব্রিটিশ রয়্যাল গার্ডের দলটি।

জানা যায়, ক্যামেলিয়ার নিরাপত্তায় থাকা কমান্ডো বাহিনীর প্রধান লে. সামা এবং আরও দুই সদস্য মাউন্ট এভারেস্ট বিজয়ী।

ডিএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ