আওয়ার ইসলাম: রাষ্ট্রপতির আমন্ত্রণে সাড়া দিয়ে বঙ্গভবনে যাওয়ার সিদ্ধান্তকে বিএনপির শুভবুদ্ধির উদয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ রোববার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ মন্তব্য করেন।
কাদের বলেন, ‘শুভবুদ্ধির উদয় হয়েছে, তারা আজকে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে সংলাপের জন্য। গণভবনে যদি জানুয়ারির নির্বাচন নিয়ে সংলাপে বিএনপি সাড়া দিত, তাহলে দেশে গণতন্ত্রের ইতিহাস ভিন্নভাবেও লেখা হতে পারত। বিএনপি যদি মনে করে, সালিশ মানি, তালগাছটা আমার, তাহলে সংলাপ সফল হবে না।’
নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে আলোচনা করতে আজ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আরআর