শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

ইসলামী ব্যাংকগুলোয় অলস অর্থ সাড়ে ১১ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

taka-bundle (1) copy

গোলাম রাব্বানী : ইসলামী শরিয়াভিত্তিতে পরিচালিত ব্যাংকগুলোয় ১১ হাজার ৪০১ কোটি টাকার অলস অর্থ পড়ে রয়েছে। বাজারে চাহিদা না থাকায় বিনিয়োগ করা যাচ্ছে না। এর বিপরীতে আমানতকারীদের অর্জিত মুনাফা থেকে লভ্যাংশ দিতে হচ্ছে। এতে ব্যাংকগুলোর আয় কমে যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ব্যাংকিং খাতে অতিরিক্ত তারল্য রয়েছে ১ লাখ ২৬ হাজার ৩২৪ কোটি টাকা। যেখানে শুধু ইসলামী শরিয়াভিত্তিতে পরিচালিত ব্যাংকগুলোয় অতিরিক্ত তারল্য রয়েছে ১১ হাজার ৪০১ কোটি টাকা, যা মোট অতিরিক্ত ১১ শতাংশের বেশি। আগের ২০১৫-১৬ অর্থবছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকের তুলনায় এ তারল্যের পরিমাণ ৮০২ কোটি টাকা বেশি।

বর্তমানে দেশে পুরো মাত্রায় ইসলামিক ব্যাংকিং পরিচালনা করছে ৮টি। ৯টি বাণিজ্যিক ব্যাংক ইসলামী শাখা খুলে এ ব্যাংকিং পরিচালনা করছে। ৮টি বাণিজ্যিক ব্যাংক আলাদাভাবে ইসলামী উইন্ডোজ খুলে ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। এসব মিলে দেশে ইসলামী ব্যাংকের শাখা রয়েছে মোট ১ হাজার ৫১টি।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভংকর সাহা বলেন, ইসলামী ব্যাংকগুলোর বিকাশের জন্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে। একই সঙ্গে তাদের তদারকিও করা হচ্ছে। এটি একটি নতুন ধারণার ব্যাংকিং হিসেবে দেশে প্রসার লাভ করছে।

সূত্র জানায়, সবচেয়ে বেশি অতিরিক্ত তারল্য রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে। তাদের অলস তারল্যের পরিমাণ প্রায় ৭ হাজার কোটি টাকা। এ ছাড়া আল আরাফাহ ইসলামী ব্যাংকে রয়েছে প্রায় ৪০০ কোটি টাকা, ইউনিয়ন ব্যাংকে প্রায় ৩০০ কোটি টাকা। ইসলামী ব্যাংকের শাখাগুলোয় প্রায় ৫০০ কোটি টাকা আর ইসলামী ব্যাংকের উইন্ডোজে প্রায় ৫০০ কোটি টাকার অতিরিক্ত তারল্য রয়েছে।

দেশে বর্তমানে ব্যাংকিং খাতের উল্লেখযোগ্য একটি অংশ পরিচালনা করছে ইসলামী ব্যাংকগুলো। এর মধ্যে ব্যাংকিং খাতের মোট আমানতের ২২ শতাংশ, ঋণের ২৪ শতাংশ, কৃষি ঋণের ২২ শতাংশ, রেমিট্যান্সের ৩৭ শতাংশ এবং মোট শাখার ১১ শতাংশ রয়েছে ইসলামী ব্যাংকগুলোর।  আমাদের সময়

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ